Saturday, 1 February 2014

রণবীরের ঘরে অন্য ‘ক্যাট’!

একটি চলচ্চিত্রের দৃশ্যে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।দিন কয়েক আগে শহীদ কাপুর আর সোনাক্ষী সিনহা এসেছিলেন কফি উইথ করণ অনুষ্ঠানে। সেখানে সোনাক্ষীর কাছে করণ জানতে চেয়েছিলেন, রণবীরের ঘরে গেলে আপনি কী দেখবেন? সোনাক্ষীর চটপট উত্তর ছিল, ‘ক্যাট’। কিন্তু সোনাক্ষীর এই ক্যাটের অর্থ আর ক্যাটরিনা যে এক নয়, সেটা বুঝতে করণের বেশ খানিকটা সময় লেগেছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রসঙ্গত, করণ জোহরের সেলিব্রেটি টক শো ‘কফি উইথ করণ’-এ এসে কারিনা কাপুর প্রকাশ্যেই ক্যাটরিনাকে তাঁর ভাইয়ের বউ বলে সম্বোধন করেছিলেন আর রণবীর-ক্যাটরিনাকে নিয়ে সর্বশেষ কৌতুকটি করলেন দাবাং খ্যাত সোনাক্ষী সিনহা।
কফি উইথ করণ অনুষ্ঠানে সোনাক্ষীকে করণ প্রশ্ন করলে সোনাক্ষী যে উত্তর দিয়েছিলেন তার মর্মার্থ বুঝতে করণ কয়েক মুহূর্ত একটু থমকেই গিয়েছিলেন। ধরেই নিয়েছিলেন যে ক্যাটরিনাকেই হয়তো ইঙ্গিত করে বলছেন সোনাক্ষী আর সোনাক্ষীর এই জবাব শুনে পাঠকও হয়তো ক্যাটরিনার কথাই ভাবছেন। কিন্তু ঘটনা আসলে তা নয়। সোনাক্ষী আদতে মজা করে ‘ক্যাট’ বা বিড়ালের কথা বলেছিলেন। অবশ্য সোনাক্ষীর জবাব শুনে অনুষ্ঠানে উপস্থিত অতিথি শহীদ কাপুর তুমুল হাসিতে ফেটে পড়েছিলেন।
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমের গল্প দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। বিশেষ করে স্পেনে অবকাশ কাটানোর সময়ের ছবি ফাঁস হওয়ার পর এই জুটির প্রেমের গুজব জোরালো হয়। যদিও দুজনেই এখন গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। তাতেও থেমে নেই আলোচনা আর মুখরোচক সব কথাবার্তা।

অন্যায় তদবির চলবে না: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে চিকিত্সকদের উপস্থিতি নিশ্চিত করতে চিকিত্সক-নেতাদের সহযোগিতা কামনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, হাসপাতালে চিকিত্সকদের উপস্থিত থাকতে হবে। কোনো অন্যায় তদবির চলবে না।
আজ শনিবার সিরাজগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চিকিত্সকদের সহযোগিতা কামনা করে বলেন, কোনো অন্যায় তদবির চলবে না। তদবির করলে ধরে নিতে হবে তারা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী না। তিনি আরও বলেছেন, চিকিত্সকদেরকে গ্রামে থেকে মানুষের সেবা করতে হবে। দুর্নীতি করা যাবে না, অফিস ফাঁকি দেওয়া যাবে না। তা হলে সরকারি পদে থাকার কোনো অধিকার তাঁদের নেই।
গত ৫ বছরে সরকারের সাফল্যের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের জনগণ সহজে স্বাস্থ্যসেবা পেতে শুরু করেছে। যদি কোনো মানুষ হাসপাতালে এসে সেবা না পাওয়ার অভিযোগ করে, তবে তা হবে খুবই দুর্ভাগ্যজনক। জনগণকে সেবা দিতে না পারলে সরকারের সব লক্ষ্য ও কার্যক্রম পণ্ড হবে। মানুষের সেবা পাওয়ার অধিকারের সঙ্গে কোনো দলবাজি নেই, রাজনীতি নেই।’
এর আগে মন্ত্রী সিরাজগঞ্জ সদর হাসপাতাল ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্পের অধীনে অত্যাধুনিক সুযোগসুবিধাসম্পন্ন আটতলা ভবনের প্রথম পর্যায়ে ছয়তলা ভবনের নির্মাণকাজ ১৮ মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানা যায়। প্রকল্পটির নির্মাণব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৯২ লাখ টাকা।

খালেদা লেডি লাদেন, তারেক জুনিয়র লাদেন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | আপডেট: ১৬:২৫, ফেব্রুয়ারী ০১, ২০১৪
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া হচ্ছেন লেডি লাদেন, আর তারেক রহমান জুনিয়র লাদেন। মা-ছেলে লাদেনের ভাষায় বক্তব্য দিয়ে দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিলেন। তাঁদের ধ্বংসের খেলা থেকে মানুষ মুক্তি পেয়েছে।
আজ শনিবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে অনুদানের চেক ও শীতবস্ত্র বিতরণকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী ২০০৪ সালে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার রায় উল্লেখ করে বলেন, ‘পাপ ছাড়ে না বাপেরে।’ মতিয়া চৌধুরী বলেন, স্বাধীন দেশে লাদেনের কায়দায় দেশ চলবে, জনগণ তা মেনে নেয়নি। তিনি বলেন, খালেদা জিয়া ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করেছেন। তাঁর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, তিনি এখন বিদেশিদের প্রভু মানতে শুরু করেছেন। তাতে কোনো লাভ হবে না। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে হত্যা ও ধ্বংসযজ্ঞ হয়েছে, সে জন্য খালেদা জিয়া দায়ী।
কৃষিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ২০৪১ রূপকল্প ঘোষণা করেছেন। আগামী ২৭ বছরে একটা দেশের সরকার আসবে সরকার যাবে, কিন্তু উন্নয়নের ধারাবাহিকতায় যদি অব্যাহত থাকে তাহলে দেশ উন্নয়নের শিখরে  পৌঁছাবে। যিনি সত্যিকার অর্থে দেশ নিয়ে ভাবেন, তিনিই এ ধরনের দিকনির্দেশনা দিতে পারেন। তিনি আর কেউ না জননেত্রী শেখ হাসিনা।
আলোচনা সভা শেষে উপজেলার পাঁচটি মসজিদে ধর্ম মন্ত্রণালয়ের ৬৫ হাজার টাকা, ২২ জন প্রতিবন্ধীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৪৪ হাজার টাকা, নির্যাতনের শিকার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ৫০ হাজার টাকা, তিনটি এতিম খানার শিশুদের ৫২টি কম্বলসহ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের ২৫০টি কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসক (ডিসি) জাকির হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মহীবুল ইসলাম খান, হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের যুগ্ম সচিব নুরুল আমিন তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা আইরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সবুর প্রমুখ বক্তব্য দেন।

AD BANNAR