Showing posts with label ঢাকা. Show all posts
Showing posts with label ঢাকা. Show all posts

Tuesday, 16 September 2025

ঢামেকে একই নারীর ৬ সন্তান জন্মদান

 ঢামেক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক ২৩ বছর বয়সী নারী। তবে ইতোমধ্যে এক নবজাতকের মৃত্যু ওই আনন্দের ঘটনাকে শোকাচ্ছন্ন করে তুলেছে।

হাসপাতালের সূত্ররা জানান, মোকসেদা আক্তার প্রিয়া নামের ওই নারী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। আজ সকাল ৯টার দিকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে তিনটি ছেলে ও তিনটি মেয়ে প্রসব করেন ওই নারী।

প্রিয়ার ননাশ ফারজানা আখতার জানান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় একটি শিশু মারা গেছে।

এর আগে, ওজন কম হওয়ায় তিনটি শিশুকে ঢামেকে এবং অপর তিনটিকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে (নবজাতকের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ) রাখা হয়েছিল।

ফারজানা গণমাধ্যমকে বলেন, 'প্রিয়ার স্বামী মো. হানিফ একজন প্রবাসী কর্মী। তিনি কাতারে থাকেন। প্রিয়া ২৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন। নোয়াখালীতে আলট্রা সাউন্ড করার পর জানানো হয়েছিল, তার গর্ভে পাঁচটি সন্তান আছে।' তিনি আরও জানান, 'গত ৯ সেপ্টেম্বর প্রিয়া চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার বাসায় আসেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা হয়। শনিবার রাতে ব্যথা শুরু হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ রোববার সকালে তিনি ছয় শিশুর জন্ম দেন।'ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, সকালে এক মা স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দিয়েছেন। বাচ্চাগুলোর অপরিপক্ব ছিল। তাদের ওজন ছিল ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে।'

তিনি বলেন, 'আমাদের এনআইসিইউতে তিনটি বেড খালি থাকায় সেখানে তিন নবজাতককে রাখা সম্ভব হয়েছে। এখানে বেড খালি হলে বাইরের হাসপাতালে যে নবজাতকদের নিয়ে রাখা হয়েছে তাদেরকেও এখানে নিয়ে আসা হবে।'

'তাদের মধ্যে দুই নবজাতের অবস্থা আশঙ্কাজনক', যোগ করেন তিনি।

এ বিষয়ে বার্তা সংস্থা ইউএনবিকে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের এক নম্বর ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. আবিদা সুলতানা বলেন, 'গতরাতে আমাদের এখানে প্রিয়া নামের এক গর্ভবতী নারী ভর্তি হন। পরে আজ সকালে তিনি ছয়টি সন্তানের জন্ম দেন।'

'তবে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওদেরকে "বেবি" বলা যায় না, এটি আসলে ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশনের ঘটনা', যোগ করেন তিনি।

Friday, 14 March 2025

সিংহাসন রক্ষায় তিনি সব করেছেন

গত ১৬ বছরের দুঃশাসনে আমাদের অতিপরিচিত শান্তি ও সুস্থ পরিপার্শ্বকে বিকৃত করা হয়েছে শেখ হাসিনা।  অন্যের জমি দখল, লুট, টাকা পাচারের মহোৎসবের মধ্য দিয়ে নিজের সিংহাসন অটল রাখতে সব ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়েছিলেন বলে  দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শেখ হাসিনার শাসনের সময়ে হত্যা, গুম, খুন, ধর্ষণ, নারী, শিশু নির্যাতন, বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন, রাষ্ট্র ও সমাজের এমনই বিস্তার লাভ ঘটানো হয়েছিল, যাতে সভ্য, শিষ্ট, সজ্জন মানুষের বসবাস করা বিপজ্জনক হয়ে পড়েছিল। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, মানুষের সমবেত ধ্বনি ন্যায়বিচার নিশ্চিত করা, কিন্তু সেটি যদি অনুপস্থিত থাকে তাহলে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা কমতে থাকবে। অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করা হোক।

আমরা আবারও জোরালো দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। আমি আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও তার পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।

রিজভী জানান, বিএনপি দেশব্যাপী (৮৪টি সাংগঠনিক রাজনৈতিক জেলা) নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’ গঠন করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

AD BANNAR