Showing posts with label জে ডি ভ্যান্স. Show all posts
Showing posts with label জে ডি ভ্যান্স. Show all posts

Saturday, 15 March 2025

খুনির উক্তি থেকে অনুপ্রাণিত জে ডি ভ্যান্স

 

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিতর্কিত উক্তি শেয়ার করেছেন। উক্তিটি যুক্তরাষ্ট্রের লেখক করম্যাক ম্যাকার্থির উপন্যাস ‘নো কান্ট্রি ফর ওল্ড ম্যান’-এর কুখ্যাত কাল্পনিক খুনি চরিত্র অ্যান্টন শিগারহরের।

শুক্রবার (৮ নভেম্বর) এক্সে নিজের ২৬ লাখ অনুসারীর উদ্দেশে ভ্যান্স লেখেন, ‘সফল মানুষদের একটি গুরুত্বপূর্ণ গুণ হলো তারা নিয়মিত নিজেদের অনুমানগুলো পুনর্মূল্যায়ন করেন।’

ভ্যান্স এই উক্তির মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে, যারা মনে করেছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হারবেন, তাদের উচিত তাকে নিয়ে নিজেদের কিছু ধারণা পুনর্বিবেচনা করা।

এই উক্তিটি বাস্তব জীবনের জন্য কোনো জ্ঞানগর্ভ উক্তি নয়। বরং একটি কাল্পনিক হত্যাকারীর দর্শনের প্রতিফলন। যিনি নিজেকে ভাগ্যের অ্যাজেন্ট মনে করেন এবং নিজের খুনের কর্মকাণ্ডকে নিয়তির সিদ্ধান্ত হিসেবে দেখেন।

‘নো কান্ট্রি ফর ওল্ড ম্যান’ উপন্যাসে অ্যান্টন শিগারহ এই লাইনটি ঠিক তখনই বলেন, যখন তিনি আরেক চরিত্রকে খুন করতে যাচ্ছেন। 

এখানে তিনি বিশ্বাস করেন, যারা তার পথে আসে তারা নিজ দায়িত্বে নিজেদের মৃত্যুর কারণ হয়ে ওঠে।

২০১৩ সালে জার্নাল অব ফরেনসিক সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় মনোরোগ বিশেষজ্ঞ স্যামুয়েল জে. লেস্টেডট এবং পল লিংকোস্কি শিগারহকে চলচ্চিত্রে অন্যতম বাস্তবসম্মত সাইকোপ্যাথ খুনি হিসেবে চিহ্নিত করেন। 

তাদের মতে, শিগারহ একজন সাইকোপ্যাথ। যার মনস্তত্ত্ব বিশ্লেষণ করে দেখা যায়, তিনি প্রেম ও অনুশোচনার ক্ষমতা থেকে সম্পূর্ণ বঞ্চিত। তার মধ্যে সহানুভূতির অভাব রয়েছে এবং তিনি ঠান্ডা মাথায় অন্যদের ক্ষতি করেন।

জে ডি ভ্যান্সের এই উক্তি পোস্ট করা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। 

তাদের মতে, হয়তো তিনি এই উক্তির মাধ্যমে বারবার নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রতিফলন করেছেন। যেখানে তিনি এক সময় ট্রাম্পের কঠোর সমালোচক ছিলেন। 

কিছু বিশ্লেষক মনে করেন, হয়তো ভ্যান্স এটি ইচ্ছাকৃতভাবে উসকানি দিতে ব্যবহার করেছেন। যেন গণমাধ্যম তার এই বক্তব্য নিয়ে সরব হয়।

আবার কেউ কেউ মনে করছেন, ভ্যান্স হয়তো শিগারহকে নায়কের দৃষ্টিতে দেখেছেন। অথবা এটি ট্রাম্পের সঙ্গে নিজেকে সংহত করার একটি উপায়ও হতে পারে। যেখানে গত মে মাসে ট্রাম্প একটি সমাবেশে যুক্তরাষ্ট্রের বিখ্যাত উপন্যাসিক থমাস হ্যারিসের সৃষ্টি ‘হ্যানিবল লেক্টরের’ মতো ভয়ংকর কাল্পনিক চরিত্রের প্রশংসা করেছেন। 

এ সমাবেশে ট্রাম্প লেক্টরকে একজন দুর্দান্ত মানুষ বলে উল্লেখ করেন। 

যদিও মনোবিদদের মতে, লেক্টর অবাস্তব তবে রোমাঞ্চকর চরিত্রের উদাহরণ।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট এবং সমালোচনার ব্যাপারে ভ্যান্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: দ্য হাফিংটন পোস্ট

AD BANNAR