Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Saturday, 27 February 2016

দুই মাথা, তিন হাতের শিশুকে দেখতে হাসপাতালে ভিড়

অনলাইন ডেস্ক
দুই মাথা, তিন হাতের সদ্যোজাত। ছবি : টাইমস অব ইন্ডিয়া
অদ্ভুত আকৃতির এক সদ্যোজাতকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড় জমেছিল ভারতের উত্তরাখন্ড রাজ্যের নৈনিতাল নগরে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, নৈনিতালের খাটিমা এলাকার একটি হাসপাতালে গতকাল শুক্রবার অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়। জন্মের সময় শিশুটির দুটি মাথা, তিনটি হাত ও দুটি পা ছিল। আর এই অদ্ভুত শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উৎসাহী মানুষের ভিড় উপচে পড়েছিল।
এদিকে হাসপাতালের বাইরে যখন লোকে লোকারণ্য, সে সময়ে চিকিৎসকরা এই অদ্ভুত আকৃতির শিশুটির জীবন বাঁচাতে ব্যস্ত ছিলেন। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা বিফল করে জন্মের কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
খাটিমা লাইফকেয়ার হাসপাতালের চিকিৎসক দলের প্রধান যাদব ঝা জানান, নানা শারীরিক জটিলতা নিয়ে জন্ম নিয়েছিল শিশুটি। যার ফলে জন্মের কিছু সময় পরই মারা যায় সে। যাদব ঝা আরো জানান, সদ্যোজাতটির যমজ হিসেবেই ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা ছিল। যদিও মাতৃজঠরেই দুই যমজের দেহ দুটি জড়িয়ে যায়। ফলে এ রকম অদ্ভুত দর্শন সদ্যোজাত জন্ম নেয়।