অনলাইন ডেস্ক
এদিকে হাসপাতালের বাইরে যখন লোকে লোকারণ্য, সে সময়ে চিকিৎসকরা এই অদ্ভুত আকৃতির শিশুটির জীবন বাঁচাতে ব্যস্ত ছিলেন। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা বিফল করে জন্মের কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
খাটিমা লাইফকেয়ার হাসপাতালের চিকিৎসক দলের প্রধান যাদব ঝা জানান, নানা শারীরিক জটিলতা নিয়ে জন্ম নিয়েছিল শিশুটি। যার ফলে জন্মের কিছু সময় পরই মারা যায় সে। যাদব ঝা আরো জানান, সদ্যোজাতটির যমজ হিসেবেই ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা ছিল। যদিও মাতৃজঠরেই দুই যমজের দেহ দুটি জড়িয়ে যায়। ফলে এ রকম অদ্ভুত দর্শন সদ্যোজাত জন্ম নেয়।