Thursday, 21 January 2016

সানির পাশে দাঁড়িয়ে বলিউড বলছে, ছিঃ!



প্রাক্তন পর্ন কুইন। বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর এখনও ইন্ডাস্ট্রিতে তাঁর কি এটাই পরিচয়? সম্প্রতি সানি লিওনের একটি টেলিভিশন সাক্ষাত্কার অন্তত তেমন প্রশ্নের মুখোমুখি করছে বলিউডকে। ওই সাক্ষাত্কারে সানিকে যে সব প্রশ্ন সামলাতে হয়েছে তা নিয়েই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।  সানিকে প্রশ্ন করা হয়, ‘‘পর্ণ তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায়?’’ তার উত্তরে সপাটে ব্যাট চালান সানি। বলেন, ‘‘যা করেছি বেশ করেছি। আমি ওসব নিয়ে ভাবিই না।’’ এই সাক্ষাত্কার প্রচারিত হওয়ার পরই সমালোচনার ঝড় উঠেছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে সত্যিই কি এ ভাবে কারও অতীত নিয়ে খোঁচা দেওয়া সাংবাদমাধ্যমের কাজ? ক্যামেরার সামনে সানি লিওনকে বিব্রত করাই কি মূল উদ্দেশ্য ছিল? এর সঠিক উত্তর না মিললেও সানির পাশেই দাঁড়িয়েছেন বলিউডের একটা বড় অংশ।

AD BANNAR