প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব
হিসাবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা
পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম, যিনি গত দুই বছর রাষ্ট্রপতির প্রেস
সচিবের দায়িত্বে ছিলেন।
অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে
সোমবার ইহসানুলকে এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগের
আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ২৫ মে
রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে ইহসানুলের চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন
দায়িত্বে তিনি এ কে এম শামীম চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
চলচ্চিত্র
ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীকে গত বছরের ৩ জুন
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তবে
প্রধানমন্ত্রীর অসন্তুষ্টির কারণে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে
বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশিত
হয়।
শামীম চৌধুরী বর্তমানে যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই রয়েছেন।