১৯৯৪ সালে সাউথ আফ্রিকার সান সিটিতে অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতা। দেখুন ছবিটি মিস ইন্ডিয়ার মুকুট জয় করার পরে কোন একদিন তোলা।
ঐশ্বরিয়ার ভক্তরা কি জানতেন, যে এই সুন্দরী কেবল মিস ইন্ডিয়ার খেতাবই নয় মিস ফটোজেনিকের খেতাব ছিনিয়ে নেন।
খেতাবটি জয়ের পর ঐশ্বরিয়া বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় লন্ডনে ১ বছরের জন্য শান্তিদূত হিসেবে কাজ করার ইচ্ছে পোষণ করেন। একই বছর ঐশ্বরিয়ার পাশাপাশি মিস ইউনিভার্সের খেতাব জয় করেন সুস্মিতা।
স্টেজে কালো রংয়ের বিকিনি পরে উপস্থিত হন ঐশ্বরিয়া।
সেই স্মরণীয় মুহূর্ত যখন মিস ইন্ডিয়ার নামটি উচ্চারিত হল। ঐশ্বরিয়ার অভিব্যক্তি দেখুন, আনন্দ আর বিস্ময়ে পরিপূর্ণ।
সাউথ আফ্রিকা থেকে ভারতে ফেরার পর এভাবেই অভ্যর্থনা জানান হয়। দেখুন ঘোড়ার গাড়িতে মিস ইন্ডিয়া।