Tuesday, 14 October 2014

রাতভর প্যারিসের সঙ্গে হৃত্বিক

বিনোদন সময় ডেস্ক
ব্যাং ব্যাংশুধু ভারতেই ১৫০ কোটি রুপি আয় করে ফেলেছেবিয়ে বিচ্ছেদের ঝক্কিও অনেকটা সামলে উঠেছেনসব মিলিয়ে হৃত্বিক রোশন আছেন বেশ ফুরফুরে মেজাজেতাই দেশ-বিদেশ যেখানেই হোক, কোনো পার্টি হাতছাড়া করছেন না তিনি
এই তো কয়েকদিন আগে দুবাইয়ে প্যারিস হিলটনের সঙ্গে সারা রাত পার্টিতে মেতেছিলেন হৃত্বিকরন্ধনশিল্পী গ্রেগ ম্যালাউফের নতুন রেস্তোরাঁ কে দুবাই’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান তিনিসেখানে আমন্ত্রিত ছিলেন প্যারিসওমার্কিন মডেল ও অভিনেত্রীর সান্নিধ্য বেশ উপভোগ করেছেন ৪০ বছর বয়সি এই তারকাপার্টি শেষে দুজনের তোলা ছবি টুইটারে পোস্টও করেন ৩৩ বছর বয়সি ওই সুন্দরীক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর সময় কেটেছে হৃত্বিক রোশনের সঙ্গেআমার প্রিয় শহর দুবাইয়ে কী সুন্দর একটা রেস্তোরাঁ দেখলাম!
অনুষ্ঠানে অন্যান্য তারকা অতিথির মধ্যে ছিলেন প্যারিসের বোন নিকি হিলটন, সুপারমডেল আলেসান্দ্রা অ্যাম্বসিও, ইরিনা শায়েক, কার্লা ডিবেলো ও রিয়ালিটি টিভি তারকা কো কারদাশিয়ান

AD BANNAR