·
বরফ এবং পাখি
১৫ থেকে ১৭ বছর ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে এই ছবিটি৷ ছবিটি তুলতে সুইডিশ ফটোগ্রাফারকে বরফের
মধ্যে গর্ত খুঁড়ে পাখিটির জন্য খাবার রাখতে হয়েছিল৷ আর তার ফলেই অসাধারণ এই ছবিটির জন্ম৷
·
প্রাকৃতিক বিশেষ ‘এফেক্ট’
চিলির আগ্নেয়গিরির অসাধারণ এই ছবিটি তুলেছেন ফ্রান্সিস্কো নেগ্রোনি৷
বিশ্বের পরিবেশ ত্যাটাগরিতে এটি পুরস্কার জিতে নিয়েছেন৷
ইয়াং ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার
বাংলাদেশ
হলে এই আলোকে বলা হতো ‘কনে
দেখা আলো’৷
সেই আলোতে উত্তর পূর্ব স্পেনে কাকড়া বিছার এই ছবিটি তুলেছেন
কার্লোস পেরেজ নাভাল৷ পাঁচ বছর বয়স থেকে ছবি তোলা শুরু করেন তিনি৷ এ বছর
পেয়েছেন ইয়াং ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ারের পুরস্কার৷
হাঙরের ছবি
মেক্সিকোর
এই হাঙরের ছবিটি তুলেছেন রডরিগো ফ্রিস্কিওনে৷ ওয়ার্ল্ড ইন আওয়ার হ্যান্ডস
ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে এটি৷
·
স্কুইডের ডিস্কো
মাত্র তিন সেন্টিমিটার লম্বা এই স্কুইডটির ছবিটি তুলেছেন ফরাসি আলোকচিত্রী
ফাবিয়েন মিশেনেট৷
·
হামিং বার্ড
এই ছবিটি থেকেই আপনি মোটামুটি একটি ধারণা নিতে পারবেন কত অসাধারণ ছবি এবারের প্রতিযোগিতায় এসেছিল৷
ছবিটি দুটি হামিং বার্ডের৷ এই ছবিটি বার্ডস ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জিতেছে৷
বাদুড়
জার্মান
একটি বাংকারে বাদুড়ের এই ছবিটি তুলেছেন লুকাস বোজিকি৷ ম্যামালস ক্যাটাগরিতে
পুরস্কার জিতেছে এটি৷
·
রোম্যান্টিক
ব্যাঙদের রোম্যান্টিক এই ছবিটি একই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে৷
·
অসাধারণ ‘স্ন্যাপশট’
ফটোগ্রাফারের ভাগ্য ভালো এটি কোনো বিষধর সাপ নয়৷ মার্ক মন্টেস অসাধারণ এই
ছবিটি তুলেছেন স্পেনে৷ ক্যাটাগরি ১১ থেকে ১৪ বছর৷
ইগুয়ানা
এই ইগুয়ানাটাকে দেখে মনে হচ্ছে কিছুটা দ্বিধা রয়েছে তার মধ্যে৷ কোস্টারিকায়
এই ছবিটি তুলে পুরস্কার জিতেছেন উইল জেনকিনস৷
·
সেরাদের সেরা
তানজানিয়ার জাতীয় পার্কের এই ছবিটিতে সিংহদের দেখা যাচ্ছে৷ এই ছবিটি দেখে মনে হতে পারে অনেক বছর
আগে তোলা, যেখানে আশেপাশে কোনো মানুষের
চিহ্ন নেই৷ ছবিটি তোলার জন্য ছয়
মাস এই সিংহদের পর্যবেক্ষণ করেছেন ফটোগ্রাফার মাইকেল নিকল্স৷ আর তাই ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০১৪ জিতেছেন তিনি৷