Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Monday 27 October 2014

ক্যারিয়ার পরিবর্তন;শিক্ষিত তরুণরা কৃষিকাজের দিকে ঝুঁকছেন



Francis Kimani tends to two large brown cows on his farm (Photo: Jeroen van Loon)· 
শিক্ষিত তরুণরা কৃষিকাজের দিকে ঝুঁকছেন
ক্যারিয়ার পরিবর্তন
ভালো চাকরি বলতে যেসব পেশাকে বোঝায়, তেমন চাকরি খুঁজে পেতে সমস্যায় পড়ে কেনিয়ার অনেক শিক্ষিত তরুণ এখন কৃষিকাজ ও পশুপালনের দিকে ঝুঁকে পড়ছেন৷ এই যেমন ছবির বাম দিকের তরুণটির নাম ফ্রান্সিস কিমানি৷ ৩০ বছরের এই তরুণ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পড়াশোনা শেষ করে কোনো চাকরি না পেয়ে এখন একটি খামার পরিচালনা করছেন৷ খামারে একশোর বেশি গরু ও প্রায় ২০০ ভেড়া ও ছাগল রয়েছে৷
Two young farmers tend to goats in a shed in Kenya (Photo: Jeroen van Loon)· 
শিক্ষিত তরুণরা কৃষিকাজের দিকে ঝুঁকছেন
কৃষক হয়ে বেশি আয়
খামার থেকে কিমানির আয় প্রতিমাসে প্রায় দেড় লক্ষ টাকা৷ চাকরি করলে বেতন হিসেবে এই পরিমাণ অর্থ পাওয়া সম্ভব ছিল না৷
Mary Gitau stands among her tomato plants (Photo: Jeroen van Loon)· 
শিক্ষিত তরুণরা কৃষিকাজের দিকে ঝুঁকছেন
নারীরাও এগিয়ে আসছেন
৩০ বছরের মেরি গিতাউ পড়াশোনা শেষে চাকরি পাচ্ছিলেন না৷ শেষে তিনিও কৃষিকাজ শুরু করে দেন৷ ক্যাপসিকাম, স্ট্রবেরি, টমেটো চাষের পাশাপাশি গিতাউ মুরগি, শুকর ও খরগোশ লালন-পালন করেন৷
A young male farmer feeds fish in an aquaponics system in Kenya (Photo: Jeroen van Loon)· 
শিক্ষিত তরুণরা কৃষিকাজের দিকে ঝুঁকছেন
আধুনিক প্রযুক্তির ব্যবহার
অ্যাকুয়াপোনিক্স ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে স্ট্রবেরি ও মাছ চাষ করছেন দানিয়েল কিমানি৷ তিনি মনে করেন, চাষের ক্ষেত্রে নতুন এই ব্যবস্থা আরও জনপ্রিয় হবে৷ কেননা এর ফলে পানি ও জায়গার অভাব দূর করা সম্ভব৷ অ্যাকুয়াপোনিক্স ব্যবস্থায় একটি ট্যাংকের পানিতে মাছ চাষের পাশাপাশি পানির ওপরে কোনো কিছু জন্মানো যায়৷
A young man works on his iPad amidst the plants in a greenhouse (Photo: Jeroen van Loon)· 
শিক্ষিত তরুণরা কৃষিকাজের দিকে ঝুঁকছেন
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার
কৃষিকাজে শিক্ষিত তরুণরা আশায় পণ্য বিক্রি ও বাজারজাতকরণে এসেছে নতুনত্ব৷ মুকুলিমা ইয়ংনামের ওয়েবসাইটে তরুণ কৃষকরা তাদের পণ্যের ছবি দেন৷ ক্রেতারাও সেখান থেকেই পণ্য কেনেন৷ এক্ষেত্রে উৎপাদিত পণ্যের দামও কম পড়ে৷
Joseph Macharia feeds pigs on his farm· 
শিক্ষিত তরুণরা কৃষিকাজের দিকে ঝুঁকছেন
‘‘কেউ কি পাখি বিক্রি করছেন?
এমন সব প্রশ্নের দেখা মেলে মুকুলিমা ইয়ংসাইটে৷ ৩৫ বছর বয়সি জোসেফ মাচারিয়া মাত্র এক বছর আগে সাইটটি শুরু করেছিলেন৷ এখন তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ হাজারেরও বেশি৷
Young farmers inspect an aquaponics system in Nairobi· 
শিক্ষিত তরুণরা কৃষিকাজের দিকে ঝুঁকছেন
আমরা সবাই কৃষক হতে পারি
দানিয়েল কিমানির মতে, ‘‘আমরা সবাই আইনজীবী হতে পারবো না৷ তবে আমরা সবাই কৃষক হতে পারি৷’’ এই কথার মাধ্যমে কিমানি তাঁর আশার কথা শুনিয়েছেন৷ তিনি মনে করেন, কেনিয়াতে আরও বেশি সংখ্যক তরুণ কৃষিকাজের দিকে ঝুঁকবে৷ বর্তমানে কেনিয়ার প্রতি চারজনের মাত্র একজন কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট৷
Young farmers in Kenya tend to sheep· 
শিক্ষিত তরুণরা কৃষিকাজের দিকে ঝুঁকছেন
কৃষিকাজ এখন একটা ব্যবসা
মুকুলিমা ইয়ংসাইটের প্রতিষ্ঠাতা জোসেফ মাচারিয়া বলেন, ‘‘কৃষিখাত এখন শুধু পরিবারের চাহিদা মেটানোর একটা উপায় নয়, এটা একটা ব্যবসা৷’’ তাঁর মতে, তরুণরা মোবাইল ফোন ব্যবহার করে সহজেই কৃষি সংক্রান্ত তথ্য পেতে পারে৷

প্রতিবেদন: জেরোন ফান লুন, কেনিয়া/জেডএইচ-DW