·
শিক্ষিত তরুণরা কৃষিকাজের
দিকে ঝুঁকছেন
ক্যারিয়ার পরিবর্তন
ভালো চাকরি বলতে যেসব পেশাকে বোঝায়, তেমন
চাকরি খুঁজে পেতে সমস্যায় পড়ে কেনিয়ার
অনেক শিক্ষিত তরুণ এখন কৃষিকাজ ও পশুপালনের দিকে ঝুঁকে পড়ছেন৷ এই যেমন ছবির বাম দিকের তরুণটির
নাম ফ্রান্সিস কিমানি৷ ৩০ বছরের এই তরুণ বিশ্ববিদ্যালয়
থেকে ইতিহাসে পড়াশোনা শেষ করে কোনো চাকরি না পেয়ে এখন একটি খামার পরিচালনা করছেন৷
খামারে একশোর বেশি গরু ও প্রায় ২০০ ভেড়া ও ছাগল রয়েছে৷
·
শিক্ষিত তরুণরা কৃষিকাজের
দিকে ঝুঁকছেন
কৃষক হয়ে বেশি আয়
খামার থেকে কিমানির আয় প্রতিমাসে প্রায় দেড় লক্ষ টাকা৷ চাকরি করলে বেতন
হিসেবে এই পরিমাণ অর্থ পাওয়া সম্ভব ছিল না৷
·
শিক্ষিত তরুণরা কৃষিকাজের
দিকে ঝুঁকছেন
নারীরাও এগিয়ে আসছেন
৩০ বছরের মেরি গিতাউ পড়াশোনা শেষে চাকরি পাচ্ছিলেন না৷ শেষে তিনিও কৃষিকাজ শুরু করে দেন৷
ক্যাপসিকাম, স্ট্রবেরি, টমেটো চাষের পাশাপাশি গিতাউ মুরগি, শুকর ও খরগোশ লালন-পালন করেন৷
·
শিক্ষিত তরুণরা কৃষিকাজের
দিকে ঝুঁকছেন
আধুনিক প্রযুক্তির ব্যবহার
অ্যাকুয়াপোনিক্স ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে স্ট্রবেরি ও মাছ চাষ করছেন দানিয়েল কিমানি৷ তিনি মনে
করেন, চাষের ক্ষেত্রে নতুন এই
ব্যবস্থা আরও জনপ্রিয় হবে৷ কেননা এর ফলে
পানি ও জায়গার অভাব দূর করা সম্ভব৷ অ্যাকুয়াপোনিক্স
ব্যবস্থায় একটি ট্যাংকের পানিতে মাছ চাষের পাশাপাশি পানির ওপরে কোনো কিছু জন্মানো যায়৷
·
শিক্ষিত তরুণরা কৃষিকাজের
দিকে ঝুঁকছেন
সামাজিক যোগাযোগ মাধ্যম
ব্যবহার
কৃষিকাজে শিক্ষিত তরুণরা আশায় পণ্য বিক্রি ও বাজারজাতকরণে এসেছে নতুনত্ব৷ ‘মুকুলিমা ইয়ং’ নামের ওয়েবসাইটে তরুণ কৃষকরা
তাদের পণ্যের ছবি দেন৷ ক্রেতারাও সেখান থেকেই
পণ্য কেনেন৷ এক্ষেত্রে উৎপাদিত পণ্যের দামও কম পড়ে৷
·
শিক্ষিত তরুণরা কৃষিকাজের
দিকে ঝুঁকছেন
‘‘কেউ কি পাখি বিক্রি করছেন?
এমন সব প্রশ্নের দেখা মেলে ‘মুকুলিমা
ইয়ং’ সাইটে৷ ৩৫ বছর বয়সি জোসেফ মাচারিয়া মাত্র এক বছর আগে
সাইটটি শুরু করেছিলেন৷ এখন তাঁর ফলোয়ারের সংখ্যা ২৫ হাজারেরও বেশি৷
·
শিক্ষিত তরুণরা কৃষিকাজের
দিকে ঝুঁকছেন
‘আমরা সবাই কৃষক হতে পারি’
দানিয়েল কিমানির মতে, ‘‘আমরা সবাই আইনজীবী হতে পারবো
না৷ তবে আমরা সবাই কৃষক হতে পারি৷’’ এই কথার মাধ্যমে কিমানি তাঁর আশার কথা শুনিয়েছেন৷ তিনি মনে করেন, কেনিয়াতে আরও বেশি সংখ্যক তরুণ কৃষিকাজের দিকে ঝুঁকবে৷ বর্তমানে কেনিয়ার প্রতি চারজনের মাত্র
একজন কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট৷
·
শিক্ষিত তরুণরা কৃষিকাজের
দিকে ঝুঁকছেন
কৃষিকাজ এখন একটা ব্যবসা
‘মুকুলিমা ইয়ং’ সাইটের প্রতিষ্ঠাতা জোসেফ মাচারিয়া বলেন, ‘‘কৃষিখাত এখন শুধু পরিবারের চাহিদা
মেটানোর একটা উপায় নয়, এটা একটা ব্যবসা৷’’ তাঁর মতে, তরুণরা মোবাইল ফোন ব্যবহার
করে সহজেই কৃষি সংক্রান্ত তথ্য পেতে পারে৷
প্রতিবেদন: জেরোন ফান লুন, কেনিয়া/জেডএইচ-DW