Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Friday 3 October 2014

আহমেদ রুবেলের ‘ব্ল্যাক সৌল

black_bg_396619990ইসতি তার নতুন বউ রূপাকে নিয়ে মধুচন্দ্রিমা উদযাপনে যান কক্সবাজারে। সেখানে বিন জাফর নামে একজনের রিসোর্টে ওঠেন তিনি। বিন জাফর আসলে ভয়ংকর খুনী। বৃহস্পতিবার রাতে তিনি এখানে একটি করে মেয়েকে রিসোর্ট থেকে উঠিয়ে নিয়ে গিয়ে হত্যা করেন। কিন্তু রূপাকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় সে-ই উল্টো বিন জাফরকে হত্যা করে।

এটি ‘ব্ল্যাক সৌল’ নাটকের গল্প। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, আরমান পারভেজ মুরাদ, টিয়ানা, স্বাধীন খসরু, আঁখি প্রমুখ।
নাটকটি নিয়ে আহমেদ রুবেল বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম বিন জাফর। রিসোর্টের এই মালিক প্রতি বৃহস্পতিবার একটি করে মেয়েকে বিসর্জন দেয়। এমন নেতিবাচক চরিত্রে অভিনয়টা উপভোগ করেছি।’
‘ব্ল্যাক সৌল’ লিখেছেন ইনামুল হক, পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। বান্দরবানের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। ঈদের পর একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।