কালের কণ্ঠ অনলাইন
ইউএস
প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর সঙ্গে স্ক্যান্ডালে জড়িয়ে সব মিডিয়ার শিরোনাম হয়েছিলেন মনিকা লিউনস্কি। এরপর থেকে একেবারে খবরের আড়ালে ছিলেন তিনি। বহু বছর পর আবারো খবরে আসলেন এই নারী। বিখ্যাত ভেনিটি ফেয়ার ম্যাগাজিনকে ওই ঘটনা নিয়ে বিস্তারিত সাক্ষাৎকার দেবেন তিনি। এ কারণে সম্প্রতি
অফিসিয়ালি টুইটারে একটি অ্যাকাউন্ট খুলেছেন মনিকা।টুইটারের বায়োতে তিনি লিখেছেন, সোশাল অ্যাক্টিভিস্ট, পাবলিক স্পিকার, কন্ট্রিবিউটর টু ভ্যানিটি ফেয়ার। হাতাবিহীন পোশাক প্রস্তুতকারী হিসাবেও পরিচয় তুলে ধরেছেন তিনি। ইতিমধ্যে ১৬ হাজার ফলোয়ারও পেয়ে গেছেন তিনি।
টুইটারে তিনি এও স্বীকার করেছেন যে, 'আন্ডার ৩০ সামিট'-এ প্রযুক্তির যুগে যৌন নির্যাতন বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বেশ অস্বস্তি বোধ করেছিলেন তিনি।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া