স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘অ্যাঙ্কর স্টেপ’ অনুষ্ঠানে নুসরাত ফারিয়া
<a
href='http://ritsllc.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=a3195612&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE'
target='_blank'><img
src='http://ritsllc.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=509&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;n=a3195612'
border='0' alt=''/></a>
মুনমুন, সামিয়া আফরিন, নুসরাত ফারিয়া, আমব্রিন ও পূজা বিভিন্ন টিভি
অনুষ্ঠান উপস্থাপনা করেন। এবার উপস্থাপনা নয়, তারা প্রত্যেকে একই অনুষ্ঠানে
নেচেছেন। নাম ‘অ্যাঙ্কর স্টেপ’। নুসরাত ফারিয়া বাংলানিউজকে বলেন, ‘আমি একটি ছবির আইটেম গানে নেচেছি। অনেক মজা হয়েছে। আমরা প্রত্যেকে একটি করে গানে নেচেছি।’
নৃত্যানুষ্ঠানটির নৃত্য পরিচালনা করেছেন তানজিল। তানভীর খানের পরিকল্পনায় এটি পরিচালনা করেছেন সাইফউদ্দিন রিফাত এবং সাইফুর রহমান সুজন। চ্যানেল নাইনে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে ‘অ্যাঙ্কর স্টেপ’।
*(ওপরের দুই ছবিতে) নৃত্যশিল্পীদের মাঝে আমব্রিন ও সামিয়া আফরিন