প্রথমবার্তা,আন্তর্জাতিক
ডেস্ক :এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারেনা। শয়তানের উপাসনা করার জন্য নিজের
মেয়েকে ১৮০০ পুরুষের শয্যা সঙ্গী হতে বাধ্য করলেন এক মা। এমনকি ১৮ বছর
পূর্ণ হওয়ার আগেই এমন দুর্বিষহ ঘটনার মুখোমুখি হতে হলো আক্রান্ত
মেয়েটিকে।৩৪ বছর বয়সী জ্যাকলিন মার্লিং ও তার সঙ্গী কলিন ব্যাটলি দুজনে
মিলে দিনের পর দিন মেয়েটিকে এই মর্মান্তিক ও নারকীয় জীবন যাপনে বাধ্য করত ।
তবে এই জঘন্য কৃতকর্মের সাজা পেয়েছেন দুই মূর্তিমান শয়তান । দীর্ঘ সময়ের
জন্য জেলের পিছনে কাটাতে হচ্ছে তাদের।নিজের জীবনের যন্ত্রণা ও অত্যাচারের
কথা জানাতে গিয়ে ওই অস্টাদশী তরুণী জানিয়েছেন, মাত্র সাত বছর বয়সেই নিজের
মা ও ব্যাটলির যৌন মিলনের দৃশ্য প্রত্যক্ষ করতে বাধ্য করা হয়। ১১ বছর বয়সেই
বাড়িতে তাকে ধর্ষণ করে ব্যাটলি। এই ঘটনার তিন বছর পর থেকেই তাকে শয়তানের
পূজা অর্চনার নামে একাধিক পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা
হয় ।ধর্মাচরণের নামে যৌন ব্যবসা থেকে অর্থ আদায় করত বলে জানিয়েছেন ওই
তরুণী। নিজের শৈশব জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা ”দ্য ডেভিল অন দ্য ডোরস্টেপ :
মাই এসকেপ ফ্রম এ স্যাটানিক সেক্স কাল্ট” নামে একটি বইয়ে ব্যক্ত করেছেন
তিনি। টানা এক দশক ধরে তার ওপর এই যৌন নিপীড়নের ফলে দুটি সন্তানের হয়েছেন
জননী তরুণী।নিজের এই দুর্বিষহ জীবনের জন্য নিজের মাকে দায়ী করেছেন তিনি।
তিনি বলেছেন তার মা একজন সাক্ষাৎ শয়তান। এই জীবনের জন্য তাকে কোনওদিনই
ক্ষমা করবেন না বলে জানিয়েছেন তিনি।
http://adf.ly/?id=353839