ইভিএম এর বোতাম চাপলেই ভোট
বিজেপির ঘরে এমন সমস্য দেখা দিয়েছিল
ভারতের নির্বাচনী মহড়ায়। তবে
ইভিএম এর এ যান্ত্রিক ত্রুটির যে সমাধান
হয়নি তার প্রমাণ মিলল প্রথম দফার নির্বাচনেই। সমস্যা নিয়েই শেষ হল ষোড়শ
লোকসভা নির্বাচনের প্রথম দফা।
আসাম-ত্রিপুরার
মানুষ যে কতটা বুথমুখী ছিলেন তা সকাল ৮টার
লম্বা লাইনে বোঝা গেছে। কিন্তু হঠাৎ
শুরু হয় ইভিএম বিভ্রাট। তবে এর প্রকৃতি মহড়ার দিনের ত্রুটির মতো
ছিল কি না তা জানা যায়নি। ভোট চলাকালীন গুয়াহাটিতে একসঙ্গে নষ্ট
হয় ৩৩টি ইভিএম, ঘটনার জেরে প্রায় পাঁচটি
কেন্দ্রে সংঘর্ষ হয়। বেশ কিছু সময়
বন্ধ থাকে ভোট গ্রহণ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। ভোটগ্রহণ বন্ধ থাকার পর ৩৩টি ইভিএমের মধ্যে বদলে দেওয়া হয় ২৯টি মেশিন।
গত বৃহস্পতিবারই আসামের জোড়হাট কেন্দ্রে মহড়া চলাকালীন দেখা দিয়েছিল এই ইভিএম বিভ্রাট। প্রচার শেষ করে ভোটের মহড়ার সময়ে হঠাৎ চোখে পড়ে যে কোনো বোতাম পুস করলেই ভোট সরাসরি যাচ্ছে বিজেপি ঘরে। তখনই ক্ষতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় মেশিনগুলো। কিন্তু তারপরেও নির্বাচনের দিনে সেই একই অসুবিধায় পড়তে হলো ভোটারদের।
এদিকে প্রথম দফায় ব্যাপক উৎসাহ উদ্দীপনাসহ ভোট দেন আসাম-ত্রিপুরার ভোটাররা। এবার সন্ত্রাসী সংগঠনগুলোও ভোট বয়কটের ডাক দেয়নি। তাই হয়তো প্রথম দুই ঘণ্টার মধ্যেই আসামে ২৫ শতাংশ, ত্রিপুরাতে ২২ শতাংশ ভোট পড়ে।
উল্লেখ্য ভোট গ্রহণের সময় বন্ধ রাখা হয়েছিল ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। ভোটগ্রহণ বন্ধ থাকার পর ৩৩টি ইভিএমের মধ্যে বদলে দেওয়া হয় ২৯টি মেশিন।
গত বৃহস্পতিবারই আসামের জোড়হাট কেন্দ্রে মহড়া চলাকালীন দেখা দিয়েছিল এই ইভিএম বিভ্রাট। প্রচার শেষ করে ভোটের মহড়ার সময়ে হঠাৎ চোখে পড়ে যে কোনো বোতাম পুস করলেই ভোট সরাসরি যাচ্ছে বিজেপি ঘরে। তখনই ক্ষতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় মেশিনগুলো। কিন্তু তারপরেও নির্বাচনের দিনে সেই একই অসুবিধায় পড়তে হলো ভোটারদের।
এদিকে প্রথম দফায় ব্যাপক উৎসাহ উদ্দীপনাসহ ভোট দেন আসাম-ত্রিপুরার ভোটাররা। এবার সন্ত্রাসী সংগঠনগুলোও ভোট বয়কটের ডাক দেয়নি। তাই হয়তো প্রথম দুই ঘণ্টার মধ্যেই আসামে ২৫ শতাংশ, ত্রিপুরাতে ২২ শতাংশ ভোট পড়ে।
উল্লেখ্য ভোট গ্রহণের সময় বন্ধ রাখা হয়েছিল ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত।