Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Friday 7 March 2014

মৌলবাদী শিক্ষা দিলে হারাতে পারেন শিশুটিকে

ব্রিটেনে যে মুসলমানরা সন্তানকে মৌলবাদী শিক্ষা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন লন্ডনের মেয়র৷ তাঁর মতে, উগ্রপন্থি হওয়ার শিক্ষা দিলে শিশু-নির্যাতনের অভিযোগ এনে সন্তানকে বাবা-মায়ের থেকে নিয়ে নেয়া উচিত৷

London Bürgermeister Boris Johnson
লন্ডনের মেয়র বরিস জনসন দ্য ডেইলি টেলিগ্রাফ-এ লিখেছেন, ইংল্যান্ডে মৌলবাদ আশঙ্কাজনকভাবে না বাড়লেও, তা কমছে না৷ মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের অনেকেই মৌলবাদে বিশ্বাসী এবং তাঁরা মৌলবাদী দর্শন প্রচার করছেন – এ কথা উল্লেখ করে ব্রিটেনে বসবাসরত মুসলিম পরিবারগুলোর একটি প্রবণতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷ জানিয়েছেন, অনেক পরিবারে ধর্ম শিক্ষা দেওয়ার নামে সন্তানদের মৌলবাদী হিসেবে গড়ে তোলা হয়৷ বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ‘আল মুহাজির'-এর সঙ্গে সম্পৃক্ত অনেকে তাঁদের সন্তানদের মানুষ হত্যার রাজনীতির দিকে ঠেলে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি৷
Ägypten Muslimbrüder Mursi Flagge Fahne Demonstration
লন্ডনের মেয়র মনে করেন, সুপরিকল্পিতভাবে যাঁরা সন্তানকে মৌলবাদী করে গড়ে তুলছেন তাঁদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া উচিত
দ্য ডেইলি টেলিগ্রাফে প্রকাশিত লেখায় শিশুদেরমৌলবাদী শিক্ষাদান রোধে ব্রিটেনের বর্তমান প্রচলিত আইনের সীমাবদ্ধতার দিকটিও তুলে ধরেছেন বরিস জনসন৷ তবে ৪৯ বছর বয়সি এই মেয়র মনে করেন, সুপরিকল্পিতভাবে যাঁরা সন্তানকে মৌলবাদী করে গড়ে তুলছেন তাঁদের বিরুদ্ধে অবশ্যই কার্যকর ব্যবস্থা নেয়া উচিত৷ তাঁর মতে, ‘‘শিশুকে মৌলবাদী শিক্ষা দেওয়ার বিষয়টিকে শিশু নির্যাতন হিসেবে দেখা উচিত এবং তারপর সন্তানকে তার সুশিক্ষার স্বার্থে পরিবার থেকে সরিয়ে নেয়া উচিত৷''
এসিবি/ডিজি (এএফপি, এপি)