বিনোদন রিপোর্ট
সুপার
হিরো-সুপার হিরোইনখ্যাত সময়ের অন্যতম ব্যস্ত মডেল-অভিনেত্রী শম্পার নতুন
একটি ছবি গত ১ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছে। মাহমুদ হোসেন মুরাদ
পরিচালিত ছবিটির নাম 'মনের মধ্যে লেখা'। এই ছবিতে শম্পার বিপরীতে অভিনয়
করেছেন সুপার হিরো-সুপার হিরোইনখ্যাত সাগর। এতে আরও অভিনয় করেছেন অমিত
হাসান। সাগর-শম্পা জুটির চতুর্থ ছবি এটি। শম্পা বলেন, 'আনকাট সেন্সর
ছাড়পত্র পেল ছবিটি। খুব অল্প সময়েই শুটিং শেষ করা হয়েছে। তবে দেশের এই
অস্থিতিশীল পরিস্থিতির জন্য মুক্তির তারিখ এখনও ঠিক করা হয়নি। হয়তো আগামী
মাস দুয়েকের মধ্যেই মুক্তি দেবেন নির্মাতা। এর বাইরে আমার 'গ্যাংস্টার'
ছবিটির শুটিংও শেষ করেছি। এটিও খুব শীঘ্রই সেন্সরে চলে যাবে।'