বাংলাদেশে অবস্থানকালে তিনি বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে সরকার, বিরোধীদল ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
নিশা দেশাই বিসোয়াল। ফাইল ছবি
মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসোয়াল বাংলাদেশ সফরে এসেছেন।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঢাকায় পৌছান। মার্কিন পররাষ্ট্র দফতর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশে অবস্থানকালে তিনি বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে সরকার, বিরোধীদল ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
মার্কিন
পররাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার নিশা দেশাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ
করবেন।
এছাড়া বাণিজ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
ভারতীয়
বংশোদ্ভূত নিশা দেশাই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলেন। গত ২১ অক্টোবর
তিনি মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী
পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।
-কূটনৈতিক প্রতিবেদক