জীবনের সেরা সময় পার করছেন মাইলি!
এ প্রসঙ্গে মাইলির ভাষ্য, ‘বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে আমি বসে নেই। এই মুহূর্তে জীবনের সেরা সময় পার করছি। আমি গানকে প্রচণ্ড ভালোবাসি। গানের সঙ্গে আমার সম্পর্কটা ভালোবাসার সম্পর্কের মতোই। গানই আমার প্রেমিক। আমি গানের প্রতি অনেক বেশি মনোযোগী। গানের পেছনে প্রচুর সময় ব্যয় করি আমি।’
২০০৯ সালের জুনে ‘দ্য লাস্ট সং’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে মাইলি ও লিয়ামের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ২০১০ সালের আগস্টে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। মাত্র এক মাসের মাথায় আবার একসঙ্গে দেখা যায় এ জুটিকে। ২০১০ সালের নভেম্বরে আবার তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন। অবশ্য কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় দফায় তাঁদের পুনর্মিলন ঘটে। অবশেষে ২০১২ সালের জুনে বাগদান সম্পন্ন করে থিতু হওয়ার ঘোষণা দেন এ জুটি। লস অ্যাঞ্জেলেসে এক ছাদের নীচে বসবাসও শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক স্থায়ী হয়নি। চলতি বছরের সেপ্টেম্বরে বাগদান ভেঙে দিয়ে যে যার পথ বেছে নিয়েছেন এ তারকা জুটি।