Tuesday, 12 November 2013

নগ্ন হলেন মিরান্ডা


অস্ট্রেলিয়ান সুপারমডেল মিরান্ডা
অস্ট্রেলিয়ান সুপারমডেল মিরান্ডা

ঢাকা, ৭
নগ্ন হয়ে পোজ দিয়েছেন অস্ট্রেলিয়ান সুপারমডেল মিরান্ডা। তবে কোনো সাময়িকীর প্রচ্ছদ কিংবা ফটোশুটের জন্য তিনি নগ্ন হননি। তিনি নগ্ন হয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ক্রিস কোলসের জন্য।

ক্রিস কোলস পেশায় একজন সেলিব্রেটি ফটোগ্রাফার। একটি-দুটি নয়, মিরান্ডার অনেকগুলো নগ্ন ছবি তোলেন কোলস। সেগুলো নিজের ইনস্টেগ্রামে একের পর এক পোস্ট করে যাচ্ছেন তিনি। যে সপ্তাহে ক্রিস কোল নিজের ইনস্ট্রেগ্রাম অ্যাকাউন্টে মিরান্ডার নগ্ন ছবি পোস্ট করেন, সেই সপ্তাহে স্বামী অরল্যান্ডো বুমের সঙ্গে দাম্পত্য জীবনের অবসান ঘটান মিরান্ডা।

‘দ্য অস্ট্রেলিয়ান’ নামের একটি পত্রিকা জানিয়েছে, মিরান্ডা-কোলসের এই বন্ধুত্ব নতুন না হলেও সাম্প্রতিক সময়ে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে। গত বছর স্ত্রী ফিয়ার্নের সঙ্গে বিচ্ছেদ হয়েছে কোলসের।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে প্রেম শুরু করেন ৩৬ বছর বয়সী অভিনেতা অরল্যান্ডো এবং ৩০ বছর বয়সী মডেল মিরান্ডা। এরপর ২০১০ সালে বিয়ে করেন তারা।

২০১১ সালে মিরান্ডা একটি ছেলের জন্ম দেন, তার নাম রাখা হয় ফ্লাইন ব্রুম। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

AD BANNAR