কাইজাদ গুস্তাদের মুক্তি প্রতীক্ষিত ছবি জ্যাকপট নিয়ে নড়েচড়ে বসেছে বি-টাউন। এই ছবিটি বলিউডে ঝড় তুলবে বলে মনে করছেন
অনেকেই। সাবেক পর্ণো
তারকা সানি লিওনের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের
শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
ডিসেম্বরের ১৩ তারিখে এ ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাইজাদ। কারণ ডিসেম্বরের ২০ তারিখেই মুক্তি পাচ্ছে বিগ বাজেটের ছবি ধুম থ্রি ও শহীদ সোনাক্ষি অভিনীত আরো একটি ছবি।
কাইজাদ বলেছেন সানি এই ছবিতে পর্ণো তারকার ইমেজ থেকে বেরিয়ে এসেছেন। কাইজাদ এর আগে বলিউডের বর্তমান হার্টথ্রব ক্যাটরিনাকে সর্বপ্রথম তাঁর বুম ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন।
ডিসেম্বরের ১৩ তারিখে এ ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাইজাদ। কারণ ডিসেম্বরের ২০ তারিখেই মুক্তি পাচ্ছে বিগ বাজেটের ছবি ধুম থ্রি ও শহীদ সোনাক্ষি অভিনীত আরো একটি ছবি।
কাইজাদ বলেছেন সানি এই ছবিতে পর্ণো তারকার ইমেজ থেকে বেরিয়ে এসেছেন। কাইজাদ এর আগে বলিউডের বর্তমান হার্টথ্রব ক্যাটরিনাকে সর্বপ্রথম তাঁর বুম ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন।