Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Friday 1 November 2013

সিরিয়ার লাটাকিয়া বন্দরের কাছে ইসরায়েলি বিমান হামলা

সিরিয়ার লাটাকিয়া বন্দরের কাছে ইসরায়েলি বিমান হামলা

BBC Bangla
সিরিয়ার লাটাকিয়া বন্দরের কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র ও আরবের কর্মকর্তারা জানাচ্ছেন।
তারা বলছেন, রাশিয়ান মিসাইলের একটি চালান ধ্বংস করা ছিল এ হামলার লক্ষ্য। যদি এ ঘটনা সত্য হয় তাহলে এটি হবে সিরিয়ায় এই বছরে চতুর্থবারের মতো বিমান হামলা।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রধান বন্দর লাটাকিয়া যার বেশিরভাগটাই দেশটির সরকারের নিয়ন্ত্রণে।
সেখানে সামরিক ঘাঁটির কাছাকাছি এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে , যা পুরো দিনজুড়েই প্রচার হচ্ছিল যদিও এ নিয়ে কোন স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছিলনা।
এরপর আমেরিকার সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেন যে বৃহস্পতিবার রাতে সিরিয়ায় ইসরাইলি বিমান হামলার ঘটনা ঘটেছে, যদিও তারা নিশ্চিত করে বলেননি কোথায় ঘটেছে।
সৌদি আরবের আল-আরাবিয়া চ্যানেলের খবরে ইসরাইলি সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে , লেবাননের জঙ্গী গোষ্ঠী হিজবুল্লাহর উদ্দেশ্যে পাঠানো রাশিয়ান মিসাইলের একটি চালান ধ্বংস করা ছিল এ বিমান হামলার লক্ষ্য।
এর আগে এই একই লক্ষ্যে সিরিয়ায় তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে মে মাসে চালানো বিমান হামলা রাজধানী দামেস্ককে যেন কাঁপিয়ে দিয়েছিল।
চতুর্থবারের মতো চালানো এই হামলা নিয়ে সিরিয়া বা ইসরাইলি কতৃপক্ষ এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি।