জার্মান ফুটবল ক্লাব বোরুসিয়া ডর্টমুন্ড তাদের এক ভক্তের উপর স্টেডিয়াম
নিষেধাজ্ঞা জারি করেছে৷ এই নিষেধাজ্ঞার কারণে ২০১৭ সাল অবধি জার্মানির
কোনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবে না সেই ভক্ত৷
গত সপ্তাহে এক বিবৃতিতে ডর্টমুন্ড জানিয়েছে, গত পহেলা নভেম্বর ভিএফবি
স্টুটগার্টের সঙ্গে বোরুসিয়া ডর্টমুন্ডের খেলার সময় স্টেডিয়ামের বেড়ার উপর
দাঁড়িয়ে এক ব্যক্তি জার্মানিতে নিষিদ্ধ ‘হিটলার স্যালুট' দিয়েছে৷ সেই
খেলায় ৬-১ গোলে জয় পায় ডর্টমুন্ড৷ চতুর্থ গোলের পর ডর্টমুন্ডের ফুটবল
ভক্তটি এ কাজ করে৷জার্মান ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, এ ধরনের অপরাধের শাস্তি হিসেবে একজন ফুটবল ভক্তকে চার বছর পর্যন্ত স্টেডিয়ামে নিষিদ্ধ করা যায়৷ ডর্টমুন্ড তাদের ভক্তকে সর্বোচ্চ শাস্তিই দিয়েছে৷ ফলে ২০১৭ সালের ৩০ জুন অবধি জার্মানির কোন স্টেডিয়ামে খেলা দেখতে পারবেনা সে৷
প্রসঙ্গত, জার্মানির ডর্টমুন্ড শহরের শত বছরের পুরনো ফুটবল দল বোরুসিয়া ডর্টমুন্ড৷ নব্বইয়ের দশকে ক্লাবটি বেশ সাড়া জাগিয়েছিল একাধিকবার বুন্ডেসলিগার শিরোপা ও জার্মান সুপার কাপ জয় করে৷ বর্তমানে ক্লাবটি আবারো ভালো অবস্থানে ফিরে এসেছে৷
বোরুসিয়ার অন্যান্য টপ ক্লাবদের মতো টাকা না থাকতে পারে, কিন্তু তাদের আছে এক ফুটবল-পাগল ট্রেনার, যার নাম ইয়ুর্গেন ক্লপ৷ এই কোচকে ট্রেনিং-পাগলও বলা চলতে পারে: প্লেয়ারদের জিভ বেরিয়ে গেছে প্রাক-মরশুম ট্রেনিং-এর ধকল সামলাতে৷ কেননা ক্লপ চান গতিবেগ এবং আবেগ, হৃদয় এবং মস্তিষ্ক, এক কথায় সব কিছু৷