Sunday, 27 October 2013

রাজনৈতিক দলে নারীর অবস্থান

বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ দেশটির জন্মলগ্ন থেকেই। বিশেষ করে গত দুই দশক ধরে বাংলাদেশের প্রধান দুটি দলের শীর্ষেও রয়েছেন দুজন নারী। তবে রাজনৈতিক দলগুলোর ভেতরে নারীদের অবস্থান কতটা শক্ত? দলের ভেতরে তারা কতটা গুরুত্ব পান? আর ভোটারদের মধ্যেই বা নারী রাজনীতিবিদ নিয়ে কি মনোভাব? এ নিয়ে শুনুন মীর সাব্বিরের প্রতিবেদন।
Play BBC Link 

AD BANNAR