Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Tuesday 22 October 2013

সংলাপের দরজা খুলে গেছে বললেন মজীনা

সংলাপের দরজা খুলে গেছে বললেন মজীনা



সংলাপের দরজা খুলে গেছে বললেন মজীনা

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রধান দুই দলের অনড় অবস্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের পর সংলাপের দরজা খুলে গেছে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসবাদ দমন সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।    
মজীনা বলেন, ‘গত তিন দিনের ডেভেলপমেন্টে আমি খুবই আশাবাদী যে, সংলাপের দরজা খুলে গেছে।’
১৮ অক্টোবর জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সোমবার এক সংবাদ সম্মেলনে অন্তর্বতীকালীন সরকারের রূপরেখা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যের বিষয়টি তুলে ধরে মজীনা বলেন, ‘এর মধ্য দিয়ে সংলাপের দরজা খুলে গেছে।’
মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দেন। চিঠি পেয়ে তাকে ফোন করেন সৈয়দ আশরাফ।
মজীনা বলেন, ‘আজকের ফোনালাপের পর আরো সম্ভাবনা তৈরি হয়েছে। আমি আশাবাদী, প্রধান দুই দলের মধ্যে সংলাপ হবে এবং এর মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে।’     

-বাংলানিউজটোয়েন্টিফোর.কম