Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Thursday 24 October 2013

বৈদেশিক কর্মসংস্থান হার বেড়েছে ৭৮ ভাগ

বৈদেশিক কর্মসংস্থান হার বেড়েছে ৭৮ ভাগ



বৈদেশিক কর্মসংস্থান হার বেড়েছে ৭৮ ভাগ
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: বিগত জোট সরকারের  চেয়ে বর্তমান সরকারের আমলে  বৈদেশিক কর্মসংস্থানের হার ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালযে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান। তিনি বলেন, (২০০১-২০০৬) পর্যন্ত গত সরকারের পাঁচ বছরে ১৩ লাখ ২৮ হাজার ৮২৬ জন কর্মী বিদেশে যায়।

বর্তমান সরকারের এ মেয়াদে বিদেশে কর্মসংস্থান হয়েছে ২৩ লাখ ৭২ হাজার ৬৮ জন কর্মী। বিএনপি জোট সরকার  বিশ্বের ৯৭টি দেশে কর্মী পাঠাত। সেসব শ্রমবাজার ধরে রাখার পাশাপাশি আরো ৬০টি নতুন দেশে বর্তমান সরকার কর্মী পাঠাচ্ছে।

মন্ত্রী বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও বৃদ্ধি পেয়েছে। বিগত জোট সরকারের আমলে যা ছিল ১৮.৭৪ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তা বৃদ্ধি পেয়েছে ৫৮.৩৯ বিলিয়ন মার্কিন ডলারে।

এক্ষেত্রে রেমিটেন্স প্রাপ্তির হার ২১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ৩৯.৬৫ বিলিয়ন মার্কিন ডলার বেশি রেমিটেন্স এসেছে।

এছাড়া সরকারি ব্যবস্থাপনায় স্বল্প অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মী পাঠানোসহ কর্মীদের হয়রানি কমাতে আরো অনেক ব্যবস্থার কথা উল্লেখ করেন মন্ত্রী।  বিগত জোট সরকারের পাঁচ বছরে ৪৩ হাজার ৮৩৮ জন নারী কর্মী বিদেশে গেলেও এ সরকারের সময়ে তা ২৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানান ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রায় তিন লক্ষ অবৈধ কর্মীকে বৈধ করার জন্য সেদেশের সরকার দুই লাখ ৬৭ হাজার ৮০৩ জন অবৈধ বাংলাদেশি কর্মী রেজিস্ট্রেশন করে।

এরমধ্যে ৩০ হাজার কর্মী বিভিন্ন এজেন্ট বা দালালদের মাধ্যমে প্রতারিত হয়। সরকারের কুটনীতিক প্রচেষ্টায় প্রতারিত কর্মীদের তিনটি ক্যাটাগরিতে বৈধ করণের সুযোগ দিতে রাজি হয়েছে। ৩১ অক্টোবর থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধকরণের সময়সীমা নির্ধারন করেছে দেশটির সরকার।

প্রতারিতদের এ সময়ের মধ্যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়ান স্টপ সেন্টারে কোন দালাল ছাড়াই বৈধকরণের জন্য যোগাযোগ করতে হবে।