একটি সহনশীল জাতির নাম বাঙ্গালী। আমরা আজ এমন এক সহনশীল জাতি যে আমাদের এখন অনেক কষ্টও মনে হয় স্বাভাবিক। দীর্ঘদিন হরতাল হরতালে জাতি আজ বেশ সহনশীল। গত কয়েক দিন নানান লোক ফোন করে হরতালের খবর জনাতে চেয়ে যে ভাবে বিরক্ত করে তুলেছে তাতে মনে হয়েছে মানুষ হরতাল প্রত্যাশা করে ছিল।