Thursday, 16 April 2020

ভুয়া লন্ডনী কইন্যাই তার পেশা


প্রতারনার ‘ষোলকলা’ পূর্ণ করে কারান্তরীণ হলেন সিলেটের শিউলি আক্তার। শিউলীকে এক নামেই চিনে সিলেটের মানুষ। অতীতে নানা বিতর্কের আলোচিত হয়েছেন তিনি। জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক। সিলেটের গার্ডেন টাওয়ারের বাসিন্দা তিনি। ভুয়া লন্ডনী কইন্যা সেজে প্রতারনা করাই ছিলো তার পেশা। প্রতারক চক্রও রয়েছে। জগন্নাথপুরে ভুয়া কনে সেজে প্রতারনা করতে গিয়ে ধরা পড়েছেন তিনি।আইফোন জিতে ক্লিক করুন 

প্রতারনার শিকার তার এক স্বামী আরেক স্বামীর ঘর থেকে পুলিশ দিয়ে আটক করিয়েছেন। দিয়েছেন থানায় মামলাও। সেই মামলায় রোববার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে।আইফোন জিতে ক্লিক করুন 
গ্রেপ্তারকৃত শিউলী আক্তার বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সুমনা আক্তার ছাতকের দোহালিয়ার মৃত কাচা মিয়ার মেয়ে ও সীমা আক্তার নবীগঞ্জে ঘুলডুবা গ্রামের মৃত আজাদ মিয়ার মেয়ে। জগন্নাথপুরের আশরাফুল রহমান নামের একজনের মামলার প্রেক্ষিতে শনিবার রাতে জগন্নাথপুর উপজেলায় আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আইফোন জিতে ক্লিক করুন 

পুলিশ জানায়- শিউলীর একটি প্রতারক সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটের সদস্যরা শিউলীকে ভুয়া লন্ডনী কইন্যা সাজিয়ে বিভিন্ন জায়গায় বিয়ে দেয়। তেমনি এক প্রতারক ওসমানীনগরের করনসী গ্রামের রহিমদ উল্লাহ। গত ফেব্রæয়ারি মাসে রহিম উল্লাহ লন্ডনী কইন্যা সন্ধান দেওয়ার কথা বলে জগন্নাথপুর উপজেলার লোহারগাও গ্রামের আশরাফুল ইসলামকে সিলেট শহরে নিয়ে আসে। সেখানে শিউলীকে লন্ডনী কইন্যা সাজিয়ে কনে দেখান।আইফোন জিতে ক্লিক করুন .
 শিউলীকে পছন্দ হয় আশরাফুলের। এরপর গত ১০ই ফেব্রæয়ারি শিউলী নগদ ৫ লাখ টাকা কাবিন ও ৭ ভরি স্বর্নালঙ্কার গ্রহন করে আশরাফুলকে বিয়ে করেন। বিয়ের পর তিনি চলে যান আশরাফুলের সঙ্গে তার গ্রামের বাড়ি জগন্নাথপুরে। সেখানে স্বামী-স্ত্রীর মতো তারা বসবাস করেন। বিয়ের কিছু দিনের মাথায় শশুড় বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে আশরাফুলকে জানিয়ে দেন- ‘তার আর সর্ম্পক নেই। এখানেই শেষ।’ এর মোবাইল বন্ধ করে দেয়।আইফোন জিতে ক্লিক করুন 
এদিকে- কয়েক দিন আগে শিউলী আশরাফুলের মতো জগন্নাথপুরের আশারকান্দির পাইকপাড়া গ্রামের কামরুল ইসলাম নামের আরেক জনকে বিয়ে করেন। বিয়ের পর শিউলী কামরুলের সঙ্গে তার বাড়িতে বসবাস করছিলো। বিষয়টি জানতে পারেন পূর্বে প্রতারনার শিকার হওয়া আশরাফুল। তিনি জগন্নাথপুর থানায় এ নিয়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে কামরুলের বাড়ি থেকে শিউলী ও তার সঙ্গে থাকা দুই কাজের মেয়েকে গ্রেপ্তার করে। আইফোন জিতে ক্লিক করুন 
জগন্নাথপুর খানের ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন- অভিযোগের প্রেক্ষিতে ভুয়া লন্ডনী কইন্যা শিউলী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয় দেওয়া হয়েছে।আইফোন জিতে ক্লিক করুন 

Europe COVID-19 cases almost at 1 million, coming weeks ‘critical’: WHO

কথা ছিল ব্যস্ত থাকবেন জয়া

দিনগুলোয় আরও মানবিক হই– জয়া

জয়া আহসান। ছবি: প্রথম আলোজয়া আহসান। ছবি: প্রথম আলো আইফোন জিতে ক্লিক করুন এ সময়ে কথা ছিল, জয়া আহসান ব্যস্ত থাকবেন ভারতীয় নির্মাতা মানস মুকুল পাল পরিচালিত সিনেমার কাজে। ঝটপট সেই কাজ শেষ করে বাংলা নববর্ষ উদ্যাপনের জন্য কলকাতা থেকে ঢাকায় ফিরে আসার কথা ছিল তাঁর। করোনাকাল–পূর্ববর্তী পরিকল্পনাগুলোর কথা মনে করে জয়া বলছিলেন, ‘আমি সব গুছিয়ে রেখেছিলাম। পয়লা বৈশাখের সময়টাতে আমি কোনো কাজ রাখি না। এবারও সব কাজ পয়লা বৈশাখের আগে শেষ করে ঢাকায় ফিরে আসার ইচ্ছা ছিল।’আইফোন জিতে ক্লিক করুন 
কিন্তু এখন তো আর কাজের প্রশ্নই আসে না, সেই কবে থেকেই তো জয়া আহসান আছেন ঢাকায়, তাঁর নিজ বাড়িতে, পরিবারের সঙ্গে। পয়লা বৈশাখে তাই আলাদা ছুটি বলে কিছু নেই। সবার মতো, সবার নিরাপত্তার জন্য নববর্ষেও জয়া বাড়িতে থাকছেন, পরিবারের সঙ্গেই দিনটি উদ্যাপন করতে যাচ্ছেন।
জয়া আহসান। ছবি: প্রথম আলোজয়া আহসান। ছবি: প্রথম আলো আইফোন জিতে ক্লিক করুন নতুন বছরের নতুন প্রত্যাশার কথা জানতে চাইলে জয়া বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘এসো হে বৈশাখ’ গানের কয়েকটি লাইন। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’—এই হলো নতুন বাংলা বছরের কাছে অভিনেত্রী জয়া আহসানের প্রত্যাশা। তাঁর কাছে এখন এই বৈশাখে রবিঠাকুরের এই গানের প্রতিটা পঙ্ক্তি ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তিনি বলেন, ‘এখন সময় আমাদের মনোবল শক্ত করার।আইফোন জিতে ক্লিক করুন আমরা তো বরাবরই যোদ্ধা জাতি। সব ধরনের প্রতিকূলতায় আমরা সংগ্রাম করে টিকে থাকতে জানি। এবারও আগামী দিনের সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। ঘরে বসে সেই প্রস্তুতি নিতে হবে। এই সংকট আমাদের অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। নতুন বছরে সব নতুন করে শুরুর প্রত্যাশা করছি। আশা করছি, আমরা যেন সবাই সামনের দিনগুলোয় আরও মানবিক হই।আইফোন জিতে ক্লিক করুন শুধু নিজের আর শুধু পরিবার নয়, আমরা যেন পৃথিবীর প্রত্যেক মানুষ, প্রতিটি জীবের প্রতি হই মানবিক।’

AD BANNAR