Wednesday, 25 March 2020

করোনার জরুরি তহবিলে 15 লাখ মার্কিন ডলার দিচ্ছে বাংলাদেশ


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ জরুরি তহবিলে অনুদান দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় কোভিড-১৯ জরুরি তহবিল গঠন করা হয়। সোমবার এক টুইট বার্তায় মোদি বলেন, ‘কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার অর্থ দেয়ার ঘোষণা দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’

তিনি বলেন, আমাদের ঐক্য ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কোভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লক্ষ মার্কিন ডলার দেয়ার ঘোষণার একদিন পর মোদি তার এ কৃতজ্ঞতা প্রকাশ করলেন। খবর বাসসের।
প্রাণঘাতি করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ১৬ হাজার ৫০০ লোকের মৃত্যু এবং তিন লাখ ৭৫ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।
সম্প্রতি সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) নেতৃবৃন্দের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তহবিল গঠনের প্রস্তাব করেন।
ভারত ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় প্রাথমিকভাবে তহবিলে এক কোটি মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রোববার বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য সংকট মোকাবেলায় সার্ক সচিবালয় বরাবরে মৌখিকভাবে এই তহবিল অনুমোদন করেন।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্ক সচিবালয় ও ভারত সরকারের বরাবরে করোনা মোকাবেলায় বাংলাদেশের ১৫ লক্ষ মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি বিষয়ে নোট ভারবাল পাঠাবে।
মন্ত্রী বলেন, এখন এই তহবিলের অর্থ করোনা মোকাবেলায় ব্যয় করা হবে। কিন্তু পরে এ অঞ্চলের জনগণের অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এ তহবিলের অর্থ খরচ করা হবে।
এদিকে এই তহবিলে নেপাল ও আফগানিস্তান প্রত্যেকে ১০ লাখ মার্কিন ডলার এবং মালদ্বীপ ও ভুটান যথাক্রমে দুই লাখ ও এক লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রীর সাথে বোনের দেখার পর মিলছে খালেদা জিয়ার শর্তসাপেক্ষে মুক্তি

ঢাকা, ২৪ মার্চ, ২০২০ (বাসস) : পৃথক দূর্নীতি মামলায় দন্ডিত হয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ তাঁর গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান

তিনি জানান, কারাবন্দী বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ সময়ের মধ্যে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তিনি বিদেশ যেতে পারবেন না।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে সরকার ৪০১ ধারায় তার দন্ড স্থগিত করে মুক্তির এ সিদ্ধান্ত নিয়েছে। আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১ (১) ধারা অনুযায়ী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হচ্ছে। তবে এই ছয় মাস তাকে নিজের বাসায় থাকতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষিতে তাঁকে বিদেশে পাঠানো মানে তাঁকে ‘সুইসাইডের’ মুখে ফেলা।
আইনমন্ত্রী বলেন, মানবিক কারণে খালেদা জিয়ার বয়স বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তার সাজা স্থগিত করে মুক্তির এ সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে পারবেন।
এর আগে বয়স ও অসুস্থতার কারণে তাকে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এই আবেদনে সাড়া দিয়ে সরকার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।
২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। প্রথমে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে থাকলেও পরে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবিদ্যালয় হাসপাতালে রাখা হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।
এর আগে বয়স ও অসুস্থতার কারণে তাকে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এই আবেদনে সাড়া দিয়ে সরকার মুক্তির সিদ্ধান্ত নেয়।

Wednesday, 19 February 2020

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর নির্বাচন-২০২০

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত (মহিলাকাউন্সিলর নির্বাচন-২০২০
ওয়ার্ড নং সৈয়দা কাশপিয়া নাহরিন বর্তমান কাউন্সিল    ০১৭২০৬০১০৮৬
ওয়ার্ড নং জোবাইরা নার্গিস খান বর্তমান কাউন্সিলর   ০১৭১৬১৪৭৮৮৮
ওয়ার্ড নং   জোহরা বেগম    সভাপতি৪২নং সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ             ০১৮২৬৬৭০৫৯৬
ওয়ার্ড নং১০  ১৩ তছলিমা বেগম (নুরজাহানসদস্যচট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ০১৮৩০-৭৭৬৬৫৫
ওয়ার্ড নং১৪১৫  ২১ শিউলি দে সদস্য২১নং ওয়ার্ড মহিলা লীগ ০১৮৪৯২৪৯১০৩
ওয়ার্ড নং১৭১৮  ১৯ শাহীন আকতার রোজী সদস্য১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া মহিলা আওয়ামী লীগ   ০১৮১৩৫৭১৭৭৮
ওয়ার্ড নং১৬২০  ৩২ রুমকি সেনগুপ্ত মহিলা সম্পাদিকা৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ০১৮২৩৫৩২০৭৬
ওয়ার্ড নং২২৩০  ৩১ নীলু নাগ   বর্তমান কাউন্সিলর  ০১৮১৭২০৯১৭৯
ওয়ার্ড নং১২২৩  ২৪ মিসেস নুর আক্তার (প্রমা)  সদস্য২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ    ০১৮৬৭৬২৬৯৪০
ওয়ার্ড নং১১২৫  ২৬ হুরে আরা বেগম  শিল্প  বাণিজ্য বিষয়ক সম্পাদকচট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ  ০১৮১৮২০৫৩২৩
ওয়ার্ড নং২৮২৯  ৩৬ জিন্নাত আরা বেগম   মহিলা বিষয়ক সম্পাদিকা৩৬ নং ওয়ার্ড  নং ইউনিট আওয়ামী লীগ     ০১৮২৯৫৯৬৭৮৯
ওয়ার্ড নং২৭৩৭  ৩৮ আফরোজা জহুর (আফরোজা কালাম)    বর্তমান কাউন্সিলর  ০১৮১৯৯৪০৩৯২
ওয়ার্ড নং৩৩৩৪  ৩৫ লুৎফুন্নেছা দোভাষ বেবী     বর্তমান কাউন্সিলর    ০১৮১৯৩৬০৪৫০
ওয়ার্ড নং৩৯৪০  ৪১   শাহানুর বেগম বর্তমান কাউন্সিলর   ০১৬১৫০৮৫১৮৬

AD BANNAR