Wednesday, 5 February 2020

যেকোনো সম্পর্কেই দূরত্ব তৈরি হতে পারে

অভিনয়শিল্পী মাহিয়া মাহির নকল ফেসবুক পেজ ভ্যারিফায়েড হয়ে গেছে। আগামী পয়লা বৈশাখে মুক্তি পেতে পারে তাঁর অভিনীত আনন্দ অশ্রু ছবিটি। তার আগেই শুটিং শুরু হবে স্বপ্নবাজী ও ব্লাড–এর। নিয়মিত যাচ্ছেন ব্যায়ামাগারে। অনেক দিন ধরেই আলোচনায় নেই তিনি। সবকিছু নিয়ে তাঁর সঙ্গে কথা হলো। শফিক আল মামুন, ঢাকা
ব্যায়ামাগারে কি নিয়মিত যাওয়া হচ্ছে?
হ্যাঁ। খানিক মোটা হয়েছিলাম। আমার উচ্চতা অনুযায়ী ওজন ৬২ কেজি সঠিক। কিন্তু এর চাইতেও ওজন কমাতে হবে। এরই মধ্যে তিন কেজি কমিয়েছি।
কেন?
স্বপ্নবাজী নামের একটি ছবিতে গত বছর যুক্ত হয়েছি। শিগগির ছবির শুটিং শুরু হওয়ার কথা। ওই ছবিতে আমাকে একজন র‌্যাম্প মডেলের চরিত্রে দেখা যাবে, যে পরবর্তীকালে চলচ্চিত্রের নায়িকা হয়ে যায়। চরিত্রটির জন্য আরও ওজন কমাতে হবে।
শুটিং শুরু হবে কবে?
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে শিডিউল রাখতে বলা হয়েছে। এর আগে এক সপ্তাহ র‌্যাম্প মডেলিংয়ের ওপর প্রশিক্ষণ নেব।
ফেসবুকে দেখলাম লিখেছেন, আপনার নকল ফেসবুক পেজ ভ্যারিফায়েড হয়েছে, ঘটনা কী?
আগে আমার আসল একটি ফেসবুক পেজ ছিল। সেখানে আট লাখের ওপর অনুসারী ছিল। সেটি এখন বন্ধ। এরপর মাসখানেক আগে কিছু ভক্ত আমার অনুমতি নিয়ে আমার নামে একটি ফেসবুক পেজ খুলেছেন। এর বাইরে আমার নামে অনেকগুলো নকল পেজ আছে। এরই মধ্যে মাত্র ১২ হাজারের মতো অনুসারী নিয়ে আমার একটি নকল পেজ ভ্যারিফায়েড হয়ে গেছে। আমি জানতাম না। কয়েকজন ভক্ত ওটার লিংক পাঠিয়েছেন আমাকে। আমি দেখে তো অবাক! কারা এটি চালাচ্ছেন, তা–ও জানি না। খুঁজে বের করার চেষ্টা করছি। এখনো আইনি ব্যবস্থা নিইনি। নিতে হবে।
‘ব্লাড’ ছবির শুটিং কবে?
এখন চিত্রনাট্য লেখার কাজ চলছে। নায়ক এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু গুছিয়ে শুটিং শুরু করতে মাসখানেক সময় লাগতে পারে।
স্বামীর সঙ্গে আপনার দূরত্ব বাড়ার অভিযোগ শোনা যায়...
যেকোনো সম্পর্কেই দূরত্ব তৈরি হতে পারে। দূরত্ব হলেই কিন্তু আবার কাছাকাছি আসা হয়। আমি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, আর অপু একদমই প্র্যাকটিক্যাল মানুষ। ফলে মাঝেমধ্যে আমাদের মধ্যে অমিল হয়। তবে মানুষ হিসেবে অপু খুব ভালো। আরেকটা কথা, আমার সাত জনমেও এত ভালো শ্বশুরের পরিবার পাব না।
‘আনন্দ অশ্রু’ ছবির মুক্তি কবে?
গত মাসে নরসিংদীর হাওর অঞ্চলে শেষ ধাপের কাজ করেছি। এখন সম্পাদনার কাজ চলছে। পরিচালক বলেছেন, পয়লা বৈশাখে মুক্তির সম্ভাবনা আছে।

‘আমার আমি ৭৫% তাঁর অবদানে’: আবুল হায়াত

ঢাকার মালিবাগে বৌভাতের দিন তোলা ছবিতে আবুল হায়াত ও মাহফুজা খাতুন শিরিন। ছবি: ফেসবুক

‘৫০ বছরের বিরতিহীন যাত্রা। ৪ ফেব্রুয়ারি ১৯৭০ থেকে অদ্যাবধি। যাত্রাপথে কতশত আনন্দ-বেদনা, সুখ-দুঃখ, আশা-হতাশা, প্রাপ্তি-অপ্রাপ্তি, বাধা-বিপত্তি—সবকিছু আমরা বিশ্বাস, আস্থা আর ভালোবাসায় হাসিমুখে ভাগ করে নিয়েছি। সত্যি, জীবন কত চ্যালেঞ্জিং এবং মধুময়!’ দাম্পত্য জীবনের ৫০ বছর পেরোনো আবুল হায়াত সংক্ষেপে এভাবেই তাঁর অনুভূতি ব্যক্ত করলেন।

মাহফুজা খাতুন শিরিনকে অভিনেতা আবুল হায়াত বিয়ে করেন ৫০ বছর আগের এই দিনে। সেই দাম্পত্য জীবনের আজ ৫০ বছর পার হলো। সুখে–দুঃখে একজন মানুষের সঙ্গে ৫০ বছর পার করে দেওয়াটা আজকালকার হুটহাট সংসার ভাঙার এই সমাজে দারুণ এক দৃষ্টান্ত, উৎসবের উপলক্ষ। সারা দিনই নানা আয়োজনে আবুল হায়াত ও মাহফুজা শিরিনের ৫০ বছর পূর্তি কেটেছে। সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে বাড়ির বাইরে ছিলেন। সেখান থেকে প্রথম আলোকে আবুল হায়াত বলেন, ‘সুখ হচ্ছে মানুষের চাওয়া। আকাঙ্ক্ষা। এটার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। চাওয়া কম থাকলে একটা মানুষের প্রাপ্তিটা বেশি হয়। আমি আমার বাবার কাছ থেকে শিখেছি—চাইবা কম, তাহলে দেখবে সব সময় পাবে বেশি। আর বেশি চাইলে দেখবে নিরাশ হতে হচ্ছে। যা তোমার জীবনে একটা নেতিবাচক দিক চলে আসবে। সারা জীবন আমি সেটাই অনুসরণ করেছি। আমার চাওয়াটা সব সময় খুবই অল্প ছিল, কিন্তু সারা জীবন সবচেয়ে বেশিই পেয়েছি।’
বিনোদন অঙ্গনে ইদানীং সংসার ভাঙার কথা বেশি শোনা যায়। বিষয়টিতে তারকাদের ঘিরে নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরিও হয়। নতুন প্রজন্মের জন্য আবুল হায়াত বললেন, ‘আমি সবাইকে বলতে চাই বিশ্বাস, আস্থা ও ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে। চাওয়ার সীমাবদ্ধতাও যেন থাকে। কোনো কিছুতে ক্রেজি হলে চলবে না। এমন মানসিকতা পোষণ করব না যে আমার এটা পেতেই হবে। এটা করতে হবে। অমুকের মতো হতে হবে। অমুকের মতো করতে হবে। নিজের মতো করে ভালোবেসে কাজ করে যেতে হবে। স্বামী কিংবা স্ত্রীর কেউ কাউকে যেন না বলে, কেন আমার মতো হতে পারছ না—এসব অস্থির মানসিকতা দুজনকে পরিহার করতে হবে। তা না হলে কোনো সম্পর্কই টিকবে না। এখনকার প্রজন্ম অনেক বেশি অস্থিরতায়ও ভোগে। কোনো ধরনের অ্যাফোর্ট দেওয়া ছাড়া তাঁরা যেকোনো কিছু পেতে চায়—এটাও সবচেয়ে বড় সমস্যা।

অনেক সময় সুখী দম্পতিরা বলে থাকেন ভুল মানুষকে বিয়ে করেছেন। আপনার কি কখনো তেমন কিছু মনে হয়েছে? ‘এমন প্রশ্নে আবুল হায়াত বলেন, ‘আমার কখনোর মনে হয়নি ভুল মানুষকে বিয়ে করেছি। আমি সব সময় মনে করি, দাম্পত্য জীবনে দুজন মানুষ দুটি অপরিচিত জায়গা থেকে একটা জায়গায় একত্র হয়েছি। ছোটবেলা থেকে একটি মেয়ে কী পরিবেশে বেড়ে উঠেছে। তাঁর মানসিকতা কেমন—একজন পুরুষকে শুরুতে এটা বুঝার চেষ্টা করতে হবে। বিয়ের পর একটা মেয়ে একেবারে নতুন একটা পরিবেশে আসে। একদিনে সে নিজেকে বদলে ফেলবে, এমনটা হতে পারে না। আমি মনে করি, স্বামী-স্ত্রী দুজন মিলেই একটা আলাদা সংস্কৃতি তৈরি করবে। দুজনে মিলে যে সংস্কৃতি তৈরি করে, সেটাই দাম্পত্য জীবন টিকে থাকার সেরা উপায়। আমরা সেভাবেই নিজেদের গড়ে নিয়েছি। আমার সন্তানদের বড় করে তোলা, মানুষ হিসেবে তৈরি করার পুরো কাজটি আমার স্ত্রী একাই করেছে। আমি চাকরি করেছি, সিনেমায় অভিনয় করেছি, টেলিভিশন নাটক করেছি, মঞ্চের কাজ করেছি—পরিবারকে সে একাই সামলেছে। ঘরের সব বিষয় সুন্দরভাবে সামলেছে—এটা অনেক বিরাট ব্যাপার।’

আবুল হায়াত এ–ও বলেন, ‘আজকের আমার আমি ৭৫ শতাংশ তাঁর অবদানে। নাটকের প্রতি আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভালো লাগা, ভালোবাসা—এটার পেছনের অবদান, সমর্থনটা আমার স্ত্রীর ছিল সবচেয়ে বেশি। আমি দেশের বাইরে ছিলাম। বললাম চলে যাব দেশে—এটা বলার পর সে আমাকে বলেছে, তোমার যদি ভালো না লাগে তুমি চলে আসো। নাটক করতে আসলাম। সরকারি চাকরিতে থেকে নাটক করতে অসুবিধা হয়, বলল ছেড়ে দাও। এই সাপোর্টগুলো আমরা সব সময় জীবনসঙ্গীর কাছ থেকে প্রত্যাশা করি। আর সত্যিকারের জীবনসঙ্গীরাই এমনটা করে থাকে।’
আবুল হায়াত ও মাহফুজা শিরিন দম্পতির দুই সন্তান—বিপাশা হায়াত ও নাতাশা হায়াত। রাতেই তাঁরা মা-বাবার দাম্পত্য জীবনের ৫০ বছর পূর্তির জন্য শুভেচ্ছা জানান। এ ছাড়া ফেসবুকে বিনোদন অঙ্গনের অনেকের পাশাপাশি তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন। জীবনের সুন্দর দিনে তিনি তাঁর ও স্ত্রী-সন্তানদের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে।

Tuesday, 4 February 2020

লুকিয়ে ভিডিও করছিল, বুঝিনি: জেসিয়া

জেসিয়া ইসলাম। ছবি: ফেসবুক থেকেজেসিয়া ইসলাম। ছবি: ফেসবুক থেকেতিন বছর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চ্যাম্পিয়ন মুকুট অর্জন করেন জেসিয়া ইসলাম। এর আগে মডেলিং করতেন। প্রতিযোগিতার পরও বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের স্থিরচিত্রের মডেল হন। এরই মধ্যে টুকটাক নাটকে অভিনয় করলেও এখন অভিনয়কে পেশা হিসেবে নিতে চান তিনি। জেসিয়া অভিনীত প্রথম নাটকের নাম ‘ছবি প্রতিচ্ছবি’। সোমবার সন্ধ্যায় কথাপ্রসঙ্গে এই মডেল জানালেন, অভিনয়ে তিনি অনেক বেশি মনোযোগী হতে চান। পাশাপাশি তাঁর পরিকল্পনার কথাও জানালেন।
নাটকে অভিনয় নিয়ে সিরিয়াস হওয়ার পেছনে বিশেষ কারণ আছে কি?
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার পর আমার আসলে যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবে করতে পারিনি। অনেকটা সময় পার হয়ে গেছে। কিছুদিন ধরে মনে হচ্ছে কাজের মাত্রা আরেকটু বাড়ানো উচিত। অনেকে অভিনয়ের জন্য যোগাযোগও করছেন। তাই সিরিয়াস হয়েছি।
কোন কোন নাটকের কাজ করছেন?
তিন বছরে আমি সব মিলিয়ে ছয়টি নাটকে অভিনয় করেছি, যা একেবারেই কম। আমি এখন একটি ধারাবাহিকের টানা কাজ করছি। মাতিয়া বানু শুকুর মতো বড়মাপের একজন পরিচালকের সঙ্গে এই নাটকে কাজের সুযোগ পেয়েছি। আর আজ থেকে আরেকটি খণ্ড নাটকের শুটিংও করছি। ‘বর্ণপরিচয়’ নামের এই নাটকের পরিচালক তুহিন খান। আর আমার সহশিল্পী নাঈম।তিন বছরে সব মিলিয়ে ৬টি নাটকে অভিনয় করেছেন জেসিয়া। ছবি: ফেসবুক থেকেতিন বছরে সব মিলিয়ে ৬টি নাটকে অভিনয় করেছেন জেসিয়া। ছবি: ফেসবুক থেকেমাঝে তো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন বলে শুনছিলাম। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কবে দেখা যেতে পারে?
সজল আহমেদ পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে আমি কাজ করেছিলাম। তবে সিনেমায় অভিনয়ের প্রস্তাব কিন্তু পাচ্ছি। গল্প ও পরিচালক পছন্দ হলেই বড় পর্দার খবরও যেকোনো সময় জানাতে পারি।
দিনকাল কেমন কাটছে? মাঝে ফেসবুকে আপনার এক বন্ধুর সঙ্গে একটি ছবি দেখলাম।
ভালোই যাচ্ছে। সালমান মুক্তাদিরের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। তুমুল সেই ঝগড়াঝাঁটির পর আমাদের প্রথম একসঙ্গে হওয়া।
ঝগড়া কি মিটেছে?
না, মেটেনি। উভয় পক্ষ বোঝাপড়ার মাধ্যমে আলাদা হয়েছি। আর অনুষ্ঠানের জন্য একত্র হয়েছি। এর বাইরে আর কিছু না। আমি আমার কাজের মনোযোগী, সালমানও তাঁর কাজে মনোযোগী। তবে আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই।
নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি?
না, জড়াইনি। আমার আপাতত নতুন সম্পর্কে জড়ানোর ইচ্ছেও নেই।জেসিয়া বললেন, আমার বাংলা উচ্চারণে একটু সমস্যা আছে। ছবি: ফেসবুক থেকেজেসিয়া বললেন, আমার বাংলা উচ্চারণে একটু সমস্যা আছে। ছবি: ফেসবুক থেকেসালমান মুক্তাদিরের সঙ্গে ঝগড়ার সেই ভিডিও প্রায় সবাই দেখেছেন। এরপরও অনুষ্ঠানে একসঙ্গে হলেন!
শুরুতে কিন্তু রাজি হতে চাইনি। পরে চিন্তা করলাম, মানুষের কিছু ভুল-বোঝাবুঝি তৈরি হয়ে আছে। তা ভাঙাতে হবে। শুধু মানুষের ভুল-বোঝাবুঝি দূর করতে এমনটা করা। এখন ওকে নিয়ে আমার কোনো ধরনের আবেগ কাজ করে না। আমি কাজ করছি। ফ্যাশন শো করছি, ফটোশুট করছি। অভিনয়েও মনোযোগী হওয়ার চেষ্টা করেছি।
আপনাদের কত দিনের সম্পর্ক ছিল?
আমাদের দুই বছরের সম্পর্ক ছিল। একটা পর্যায়ে ভুল-বোঝাবুঝি তৈরি হয়। তাই সম্পর্কটা টিকিয়ে রাখতে পারিনি। এটা দুজনেরই দোষ। একটা সময় মনে করতাম, সালমান প্রতারণা করেছে। এখন মনে করি, যা হওয়ার আমার ভালোর জন্যই হয়েছে। আমার জীবনে ওই ঘটনা না ঘটলে স্ট্রং হতাম না, আবেগপ্রবণই থেকে যেতাম। ইমোশনালি আমি এখন ম্যাচিরউড ফিল করি। তখন তো আমি উত্তেজিত হয়ে ভাঙচুর করেছিলাম।আপাতত নতুন সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই জেসিয়ার। ছবি: ফেসবুক থেকেআপাতত নতুন সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই জেসিয়ার। ছবি: ফেসবুক থেকেআপনার সেই ভাঙচুরের ভিডিও কে করেছিল?
পাশের বাড়ির ছাদ থেকে কে বা কারা ভিডিও করে ভাইরাল করে দিয়েছিল। ভাইরাল হওয়ার এক দিন পর তা জানতে পারি। খুব শকড হয়েছি। তৃতীয় পক্ষ লুকিয়ে ভিডিও করছিল, বুঝিনি। আমি ভেবেছি, ওই রাতে আমিই আছি, কান্নাকাটি, গেটে ধাক্কাধাক্কি করে চলে আসি। পরে দেখলাম, সবাই জেনে গেছে। আমার পার্সোনাল বিষয় আর পার্সোনাল থাকেনি বলেই খারাপ লেগেছে। আমি চাইতামই না, আমার ইমোশনাল ব্যাপারগুলো সবাই জানুক। ঢেকে রাখতে চেয়েছিলাম, হয়নি।
আচ্ছা সেদিন সালমান আপনার মুখোমুখি হয়নি কেন?
সময়টা খুব কঠিন ছিল। কঠিন একটা সময়ে যে–কারও মুখোমুখি হতে সাহস লাগে। আমার মনে হয়, সালমানের তা মোকাবিলার করার সাহস ছিল না। তাই সেদিন সামনে আসেনি।অভিনয়ে দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন জেসিয়া। ছবি: ফেসবুক থেকেঅভিনয়ে দক্ষতা বাড়ানোর চেষ্টা করছেন জেসিয়া। ছবি: ফেসবুক থেকেআপনাদের সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা আছে?
অনুষ্ঠানের ছবি দেখে অনেকে তেমনটা মনে করেছিল। আমি বলতে চাই, তেমন কোনো সম্ভাবনাই নেই।
মডেলিং থেকে নাটকের অভিনয়ে এসে কেমন লাগছে?
একটু কঠিনই মনে হচ্ছে। দুই মাধ্যমে দুই ধরনের ব্যক্তিত্ব বজায় রাখতে হয়। আমি অভিনয়–দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। নাটকের অভিনয়টা একটু ডিফিকাল্ট, কারণ মডেলিং থেকে আমার পুরো পার্সোনাল শিফট করতে হয়।জেসিয়া ইসলাম। ছবি: ফেসবুক থেকেজেসিয়া ইসলাম। ছবি: ফেসবুক থেকেআপনার বাংলা উচ্চারণ নিয়ে কেউ কিছু বলেছে?
অনেকেই বলেছে। আমার বাংলা উচ্চারণে একটু সমস্যা আছে। কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বেশি বেশি করে বাংলা চর্চা করছি। সিনেমা দেখছি। নাটকও দেখছি।

AD BANNAR