Tuesday, 4 February 2020

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ৩৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহারে অদক্ষতা এবং অসচেতনতার কারণে সংঘটিত বিস্ফোরণে এখন পর্যন্ত ৩৮ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদ লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে নসরুল হামিদ এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধিমালা সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে কি না, যাচাইয়ের জন্য সিলিন্ডার মজুতের স্থান, সিলিন্ডার পরীক্ষা কেন্দ্র নিয়মিতভাবে পরিদর্শন করা হচ্ছে। নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে দেশব্যাপী ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গত পাঁচ বছরে (২০১৫-২০১৯) ভোক্তা পর্যায়ে তিনবার গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। ২০১৭ সালের মার্চে একই আদেশে দুই ধাপে মূল্য সমন্বয় করা হয়। গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।
সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, দিনাজপুরের হাকিমপুরের ইসবপুর এলাকায় কূপ খননকালে এক হাজার ৩৩৪ ফুট থেকে দুই হাজার ৭৩ ফুট গভীরতা পর্যন্ত বিভিন্ন স্তরে চুম্বকীয় পদার্থের সন্ধান পাওয়া যায়। একই এলাকার ভাদুরিয়াহাটে আরও একটি কূপ খননের কার্যক্রম চলমান আছে। ওই এলাকায় ৮-১০টি কূপ খনন সম্পন্ন হলে এক বিস্তৃতি, মজুত এবং উত্তোলন সম্পর্কিত ধারণা পাওয়া যায়।
সরকারি দলের শাহে আলমের প্রশ্নের জবাবে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বিসিকের আওতায় বিদ্যমান ৭৬টি শিল্পনগরীতে পাঁচ হাজার ৮৭৭টি শিল্প ইউনিটের অনুকূলে ১০ হাজার ২০২টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মালিকানা দ্বন্দ্ব, ব্যবস্থাপনা ও বিপণন সমস্যা, আর্থিক সংকট, মামলা ইত্যাদি কারণে ৫৮১টি শিল্প রুগ্‌ণ বা বন্ধ অবস্থায় আছে।

তিন মিনিটে দুইবার লাল কার্ড দেখলেন তিনি

ক্রিস্টোবালকে আরও একবার লাল কার্ড দেখানো হলো। ছবি: এএস টুইটার

ক্রিস্টোবালকে আরও একবার লাল কার্ড দেখানো হলো। ছবি: এএস টুইটারইংরেজিতে নানাভাবেই বর্ণনা করা যায়, ‘সেন্ট অফ’, ‘মার্চিং অর্ডার’; কিন্তু সোজা বাংলায় লাল কার্ড দেখা মানেই ফুটবলে ‘খেল খতম!’ রেফারি পকেট থেকে লাল রঙা কার্ড বের করা মানেই মাঠ থেকে বেরিয়ে যেতে হয় ফুটবলারকে। এক ম্যাচে একবার লালকার্ডই যথেষ্ট। কিন্তু ক্রিস্টোবাল মার্কেজ সবকিছু উল্টে দিয়ে লালকার্ড দেখেছেন দুইবার। পরশু জিরোনার বিপক্ষে তিন মিনিটে দুইবার লালকার্ড দেখে রীতিমতো ‘কীর্তি’ই গড়েছেন ফুয়েনলাব্রাদার এই মিডফিল্ডার।
সাবেক ভিয়ারিয়াল খেলোয়াড় ক্রিস্টোবাল এখন খেলেন স্পেনের দ্বিতীয় বিভাগে। পরশু জিরোনার বিপক্ষে ম্যাচ ছিল ফুয়েনলাব্রাদার। সে ম্যাচে ৭০ মিনিটে ল্যাক্স গ্র্যানেলকে ‘ফ্লাইং কিক’ মারায় সরাসরি লাল কার্ড দেওয়া হয়েছিল ক্রিস্টোবালকে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেটা পরীক্ষা করে জানিয়েছে, দেখতে ভয়ংকর হলেও ফাউলটা লাল কার্ড পাওয়ার মতো নয়। ফলে এর মাঝেই ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন ফুয়েনলাব্রাদার মিডফিল্ডার।
তাঁকে আবার ডেকে আনা হয় মাঠে। মাঠে এসেই গ্র্যানেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন ক্রিস্টোবাল। সেটা এমন পর্যায়ে গড়ায় যে দুই ফুটবলারকেই হলুদ কার্ড দেখিয়ে শান্ত করেছেন রেফারি। আগের লাল কার্ডকে কমিয়ে এনে হলুদ কার্ডে আনা হয়েছিল ক্রিস্টোবালের শাস্তি। কিন্তু নতুন হলুদ কার্ডের সুবাদে দুটি হলুদ কার্ড হয়ে গেল তাঁর। তিন মিনিটের মধ্যেই আবার লাল কার্ড পেয়ে বসলেন ফুয়েনলাব্রাদারের এই খেলোয়াড়।
এক ম্যাচেই দুবার লাল কার্ড দেখার মতো কাণ্ড ফুটবলে দেখা যায়নি আগে কখনো। ভিএআর প্রযুক্তির সুবাদেই প্রায় অসম্ভব এমন কিছু দেখার সুযোগ হলো।

Thursday, 30 January 2020

‘আমি রাজনীতির শিকার হয়েছি’

ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে পারে বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘পরাণ’। সপ্তাহখানেকের মধ্যে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে ছবিটি। এ ছাড়া শাকিব খানের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করার কথাবার্তাও চলছে। ইতিমধ্যে ‘ইত্তেফাক’ নামে আরেকটি ছবির শুটিং করছেন তিনি। এসব নিয়ে গতকাল বুধবার দুপুরে কথা মিমের সঙ্গে।
কেমন আছেন মিম? কী করছেন?
ভালো আছি। একটা পণ্যের ফটোশুট করছিলাম।
ভালোবাসা দিবসে বড়পর্দায় নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন তাহলে
পরাণ ছবিটি ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে। তবে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে না।বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক।বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক।‘পরাণ’ ছবিটা কেমন হয়েছে?
আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি, পরাণ সেগুলোর মধ্যে অন্যতম সেরা ছবি। মুক্তির আগে যদি ঠিকঠাক মতো প্রচারণা চালানো যায়, তাহলে কিছু একটা হবে। ছবিটা খুব ভালো হয়েছে।
প্রচারণা চালাতে হবে কেন, সিনেমা ভালো হলে দর্শক এমনিতেই প্রেক্ষাগৃহে যাবেন?
সময় পাল্টেছে। সিনেমার ক্ষেত্রে এখন প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাজটা যে ভালো, এটা তো দর্শককেও জানাতে হবে। প্রেক্ষাগৃহবিমুখ দর্শককে তো প্রেক্ষাগৃহে আনতে হবে। দেখার পরই তো দর্শক রায় দেবেন ভালো কি মন্দ। দর্শককে আগ্রহী করে তুলতে হবে।
‘পরাণ’ ছবিতে আপনার চরিত্রটি কেমন?
এখনই সেটা বলে দিতে চাই না। চরিত্রটি খুবই বাস্তবধর্মী। কাজ করার সময় মনে হয়েছে, আমার আশপাশে সব সময় এমন একটি চরিত্র ঘোরাঘুরি করছে। ছবিটি দেখার পর দর্শকের মনে হবে সিনেমা নয়, সত্যিকারের কোনো ঘটনা পর্দায় দেখছে।মিমের মন্তব্য, শাকিব খানের সঙ্গে আমার ছবিভাগ্য খারাপ। ছবি: ফেসবুক।মিমের মন্তব্য, শাকিব খানের সঙ্গে আমার ছবিভাগ্য খারাপ। ছবি: ফেসবুক।ছবির গল্পটা কি সত্য ঘটনা অবলম্বনে?
তা নয়। তবে পরিচালক সে রকম করে নির্মাণের চেষ্টা করেছেন। আমাদের আশপাশের কিছু ঘটনা নিয়েই পরিচালক রায়হান রাফি সিনেমায় একটা মালা গেঁথেছেন।
একই পরিচালকের ‘ইত্তেফাক’ ছবিতেও অভিনয় করছেন। দুটো ছবির গল্পে কতটা মিল আছে?
পরাণ পুরোপুরি রোমান্টিক ঘরাণার সিনেমা। ইত্তেফাক রোমান্টিক-থ্রিলার। এই ছবির মধ্য দিয়ে আমি ও সিয়াম প্রথমবারের মতো বড়পর্দায় জুটি হচ্ছি। সিয়াম খুবই ভালো করছে। আমরা প্রথমবার কাজ করেছি, কিন্তু একটিবারের জন্যও মনে হয়নি এটিই প্রথম কাজ। সে অনেক বেশি ফ্রেন্ডলি। শুটিং সেটে অনেক মজা করে। তবে কাজের সময়ে ভীষণ সিরিয়াস। সহশিল্পী সিরিয়াস হলে কাজ ভালো হয়।মিম বললেন, বিয়ের পর প্রেম করব। ছবি: ফেসবুক।মিম বললেন, বিয়ের পর প্রেম করব। ছবি: ফেসবুক।‘ইত্তেফাক’ ছবিতে আপনার চরিত্রটি কেমন?
সেখানে আমি কলেজছাত্রী। একই কলেজের ছাত্র সিয়ামও। তবে আমার সিনিয়র। একটা পর্যায়ে আমাদের প্রেম হয়ে যায়। এরপর এমন একটা ঘটনা ঘটে, যে গল্পটা অন্যদিকে মোড় নেয়।
নতুন কাজের খবর বলুন।
নতুন একটা ধামাকা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। টিএম ফিল্মসের এই ছবিটি নিয়ে অনেক দূর কথা এগিয়েছে। শিগগিরই হয়তো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।
সেই ছবিতে আপনার নায়ক হবেন কে?
এখন পর্যন্ত যত দূর জেনেছি শাকিব খান। শুটিংয়ের দিন-তারিখ এখনো লক হয়নি। কেবল মৌখিক কথাবার্তা হয়েছে।
শাকিব খানের সঙ্গে দুটি ছবি করেছেন, সেটাও বেশ বিরতি দিয়ে ...
শাকিব খানের সঙ্গে আমার ছবিভাগ্য খারাপ। আমাদের প্রথম সিনেমা আমার প্রাণের প্রিয়া তো বেশ ভালো হয়েছিল। প্রত্যাশার চেয়েও ভালো। তাতে করে পরে আমাদের একসঙ্গে যত ছবি করা উচিত ছিল, সেভাবে হয়নি।
কারণ কী? আপনারা জুটি হতে পারলেন না কেন?
আমি রাজনীতির শিকার হয়েছি। শাকিব ভাইকে বলেছিলাম, আপনার সঙ্গে আরও অনেক কাজ করতে চাই। দীর্ঘ বিরতির পর আমি নেতা হবো সিনেমায় অভিনয় করেছিলাম। কিন্তু ছবিটি নিয়ে ততটা হ্যাপি ছিলাম না। তাঁর সঙ্গে অভিনয় করা দুটো ছবির মধ্যে আমার প্রাণের প্রিয়া বেস্ট।
স্টেজ শোতে মাঝেমধ্যে আপনাদের একসঙ্গে দেখা যাচ্ছে। তবে কি ধরে নেব রাজনীতি থেকে বের হতে পেরেছেন?
তা বলা যায়। এখন আর রাজনীতি করার মতো কেউ আছে বলে মনে হয় না। অদৃশ্য যে হাত, সেটা সরে গেছে। প্রযোজকেরা চাইলেই আমরা এখন নিয়মিত ছবি করতে পারব।
আপনার সমসাময়িক অনেকে বিয়ে করেছেন। আপনি বিয়ে করছেন কবে?
বিয়ে নিয়ে এখন কোনো পরিকল্পনা নেই। কাজ নিয়ে ভাবছি। বিয়ের কথা ভাবব আরও পরে।বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক।বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক।আগামী ১০–১৫ বছরের মধ্যে কোনো পরিকল্পনা আছে?
(হাসি) দুই তিন বছরের মধ্যে বিয়ে করব।
পাত্র ঠিক করা আছে? প্রেম করছেন?
না না, আমি প্রেম করছি না। পাত্রও ঠিক করা নেই।
আপনার প্রেম নিয়ে অনেক কথা শোনা যায়...
অনেক কিছুই তো শোনা যায়, সব কি আর সত্য? প্রেম কখনোই করতাম না, এখনো করছি না। একটা প্রেমও করিনি জীবনে। বিয়ের পর প্রেম করব।
বিয়ে কি মায়ের পছন্দে করবেন, নাকি নিজের পছন্দে?
আমি ও মা দুজনে মিলে পছন্দ করব।
কেমন পাত্র পছন্দ?
যে আমাকে বুঝবে, আমার কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। যে আমাকে মানসিকভাবে সাপোর্ট করবে, আগলে রাখবে, সামলে রাখবে।

AD BANNAR