Thursday, 21 January 2016

সে দিন কেঁদে ফেলেছিলেন সানি, জানালেন স্বামী

সাক্ষাত্কার চলাকালীন অনস্ক্রিন তিনি ভেঙে পড়েননি ঠিকই। কিন্তু ক্যামেরা বন্ধ হতেই কেঁদে ফেললেন সানি লিওন। সানির স্বামী ড্যানিয়েল ওয়েবার ঘটনার পর মিডিয়ার কাছে প্রকাশ করেছেন এই তথ্য। সানির সাম্প্রতিক একটি সাক্ষাত্কার নিয়ে আপাতত সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সেই প্রসঙ্গেই ড্যানিয়েল জানিয়েছেন, ‘‘আমি ওখানে ছিলাম না। ঘটনাটা কিছুই জানতাম না। ইন্টারভিউ শেষ হতেই সানি আমাকে ফোন করে সবটা জানায়। রাগে ও ঠিক মতো করে কথাও বলতে পারছিল না। শুধু এটুকু বলেছিল, তুমি ওখানে থাকলে ইন্টারভিউয়ের মাঝেই আমাকে বের করে নিয়ে আসতে। পরে কেঁদেও ফেলে।’’
ওই সাক্ষাত্কারে সানিকে প্রশ্ন করা হয়, ‘‘পর্ন তারকা হিসেবে আপনার অতীত কি আপনাকে তাড়া করে বেড়ায়?’’ তার উত্তরে যথেষ্ট সংযত ছিলেন সানি। বলেন, ‘‘যা করেছি বেশ করেছি। আমি ও সব নিয়ে ভাবিই না। হয়তো কোনও একদিন বড় মাপের কোনও স্টারের সঙ্গে আমি কাজ করব। সেই মুহূর্তে কাজটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার অতীত নয়। তাই আমার পর্ন ছবিতে অভিনয় আমার এখনকার জীবনে কোনও প্রভাব ফেলে না।’’
সানির স্পিরিটকে স্যালুট জানিয়ে ওই সাংবাদিককে অপেশাদার বলেছেন ড্যানিয়েল। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টা সানি যেভাবে সামলেছেন তা প্রশংসনীয়। ওই সাক্ষাত্কার প্রচারিত হওয়ার পরই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে সত্যিই কি এ ভাবে কারও অতীত নিয়ে খোঁচা দেওয়া সাংবাদমাধ্যমের কাজ? ক্যামেরার সামনে সানি লিওনকে বিব্রত করাই কি মূল উদ্দেশ্য ছিল? এর সঠিক উত্তর না মিললেও সানির পাশেই দাঁড়িয়ে ওই সাংবাদিককেই কাঠগড়ায় তুলেছেন বলিউডের একটা বড় অংশ। যদিও এর মধ্যে কেউ কেউ বলছেন, গোটা ব্যাপারটাই পাবলিসিটি স্টান্ট। নিজের পরের ছবি ‘মস্তিজাদে’র প্রচারের জন্যই নাকি এ সব করেছেন সানি!

এই ধরনের প্রশ্ন করা হয়েছিল সানিকে!

সোশ্যাল মিডিয়া এখন তাঁকে কেন্দ্র করে উত্তাল। বলিউড সহ গোটা দেশ তাঁর অপমানের প্রতিবাদে সরব। টেলিভশন ইন্টারভিউতে তাঁর অতীতকে তুলে ধরে কীভাবে খোঁচা দিয়েছেন একটি ভারতীয় নিউজ চ্যানেলের অ্যাঙ্কর, তা নিয়ে রিপোর্ট ছাপছে ওয়াশিংটন পোস্ট!
সানি লিওন।
তাঁর একটি টিভি সাক্ষাৎকার ঘিরেই এখন এমন তোলপাড় চলছে। যে ইন্টারভিউ নিয়ে এত বিতর্ক, দেখে নিন ঠিক কী কী সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল সানিকে:
১. বড় হয়ে এক জন পর্ন স্টার হওয়ার স্বপ্ন ক’জন দেখেন?
২. আমি যদি ঘড়িটাকে পিছিয়ে দিই, তা হলে কী আপনি আবার সেটাই করবেন, যা আপনি আগে করেছেন?’’
৩. আপনার অতীত যে আপনাকে চিরকাল তাড়া করে বেড়াবে, এ ব্যাপরটা আপনাকে বিব্রত করে না?’’
৪. সিনেমার মতো একটা শিল্পের মান আপনি আক্ষরিক অর্থেই অনেক নামিয়ে দিয়েছেন। অনেকে বলছেন এ কথা।
৫. আপনি কি বিশ্বাস করেন যে আপনার শরীরই আপনাকে যে কোনও জায়গায় পৌঁছে দেবে?

স্বাভাবিকভাবেই এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রবল অস্বস্তিতে পড়েন সানি। কখনও তিনি বলেন, ‘‘আমি জীবনে যা কিছু করেছি, সেগুলিই আমাকে আজ এই আসন দিয়েছে।’’ কখনও আবার বলেছেন, ‘‘আমার নেওয়া প্রত্যেকটা পদক্ষেপই ছিল আরও ভাল এবং বড় কোনও জায়গায় পৌঁছনোর জন্য।’’ তবে অস্বস্তি একাধিক বার সানি লিওনকে অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে ওই সব আপত্তিকর প্রশ্নের মুখে পড়ে। কখনও তিনি মাথা নামিয়ে নিয়েছেন। কখনও অভিব্যক্তিতে বোঝাতে চেষ্টা করেছেন, এমন প্রশ্ন তিনি একেবারেই আশা করেননি। তবে সারা ক্ষণই মাথা ঠান্ডা রেখে, শান্ত ভাবে জবাব দেওয়ার চেষ্টা করে গিয়েছেন ওই অভিনেত্রী।
ইন্টারভিউ-এর অ্যাঙ্কর বার বার সানিকে ‘পর্ন কুইন’ বলে সম্বোধনও করেছিলেন। সানি ওই সম্বোধনে অবশ্য নিজের আপত্তি জানিয়ে দেন।

পরকীয়া প্রেমের জেরেই সম্পর্ক ভেঙেছিল এই ১০ তারকার

দীপিকার সঙ্গে তখন ভরপুর প্রেম। তার মাঝেই রকস্টার ছবির সেটে ক্যাটরিনার সঙ্গে জড়িয়ে পড়েন রণবীর।

এক সময়ে এঁরাই ছিলেন বলিউড়ের হট কাপল। এর পর সম্পর্কে থাকতে থাকতেই জড়িয়ে পড়েছেন অন্য কারও সঙ্গে। কখনও বিয়ে ভেঙেছে, সম্পর্কে দাঁড়ি পড়েছে, কখনও বা সঙ্গীর উদারতায় টিকে গিয়েছে সম্পর্ক। দেখে নিন বলিউডের এমনই কিছু পরকীয়া কাহিনি।


AD BANNAR