Saturday, 30 November 2013

২৯৯ আসনে জাপার প্রার্থী যারা

সমকাল প্রতিবেদক
দশম সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। শুক্রবার সন্ধ্যায় দলের মনোনয়নপ্রত্যাশীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৭টিতে দলীয় প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থী দেওয়া হয়নি। দলের বর্তমান ২৬ এমপির ছয়জন এবার মনোনয়ন পাননি। তবে এ তালিকা পরিবর্তন হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল নির্বাচনে অংশ নিলে আবার মহাজোটে ফিরবে জাতীয় পার্টি। জোটভুক্ত হয়ে নির্বাচন করলে যতটি আসনে জোটের মনোনয়ন পাওয়া যাবে সেগুলোতে নির্বাচন করবে দলটি। বিএনপি নির্বাচনে অংশ না নিলে দলটির কোনো জনপ্রিয় নেতা জাতীয় পার্টির মনোনয়ন চাইলে সে ক্ষেত্রে প্রার্থী বদল হতে পারে।
গত ২০ থেকে ২৬ নভেম্বর জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীরা দলীয়
মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন। সর্বমোট এক হাজার ৪৯২ জন দলীয় মনোনয়নের আবেদনপত্র কিনেন। তাদের মধ্যে ৭২৮ জনকে প্রাথমিকভাবে বাছাই করে শুক্রবার তাদের সাক্ষাৎকার নেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লালমনিরহাট-১, রংপুর-৩ এবং ঢাকা-১৭ আসনে দলের প্রার্থী। রংপুর-৩ আসনের বর্তমান এমপি স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ প্রার্থী হয়েছেন গাইবান্ধা-৫ ও ময়মনসিংহ-৪ আসন থেকে। মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার গত নির্বাচনে বরিশাল-৬ আসন থেকে এমপি নির্বাচিত হলেও এবার বাগেরহাট-২ এবং পটুয়াখালী-১ আসন থেকে প্রার্থী হয়েছেন। দলে ফিরে কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন পেয়েছেন তাজুল ইসলাম। গত নির্বাচনে শেখ হাসিনা রংপুর-৬ আসনে প্রার্থী হওয়ায় সেখানে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। এবার শেখ হাসিনা এ আসনে প্রার্থী হলেও সেখানে প্রার্থী দিয়েছেন এরশাদ।
বর্তমান এমপিদের মধ্যে মনোনয়ন পাননি রংপুর-১ এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার, রংপুর-২ আনিসুল ইসলাম মণ্ডল, কুড়িগ্রাম-৩ এ কে এম মাঈদুল ইসলাম, গাইবান্ধা-১ আবদুল কাদের খান, গাইবান্ধা-৩ ড. টি আই এম ফজলে রাবি্ব চৌধুরী, সাতক্ষীরা-৪ এইচ এম গোলাম রেজা। ড. টি আই এম ফজলে রাবি্ব চৌধুরী ছয়বার নির্বাচিত হলেও এবার বাদ পড়েছেন। গত নির্বাচনে টাঙ্গাইল-৫ থেকে নির্বাচিত হন আবুল কাশেম। ২০১২ সালে তার পদ বাতিল হয়। এবার তিনিও দলের মনোনয়ন পাননি।
জাতীয় পার্টির প্রার্থীরা হলেন :
রংপুর বিভাগ : পঞ্চগড়-১ মোহাম্মদ আবু সালেক, পঞ্চগড়-২ লুৎফর রহমান; ঠাকুরগাঁও-১ সুলতান ফেরদৌস নম্র, ঠাকুরগাঁও-২ নুরুন নাহার বেগম, ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ; দিনাজপুর-১ শাহীনুর ইসলাম, দিনাজপুর-২ ড. আনোয়ার চৌধুরী জীবন, দিনাজপুর-৩ আহমেদ শফি রুবেল, দিনাজপুর-৪ সেকেন্দার আলী শাহ, দিনাজপুর-৫ অ্যাডভোকেট নুরুল ইসলাম, দিনাজপুর-৬ দেলোয়ার হোসেন; নীলফামারী-১ জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী-২ জয়নাল আবেদীন, নীলফামারী-৩ কাজী ফারুক কাদের, নীলফামারী-৪ আলহাজ শওকত চৌধুরী; লালমনিরহাট-১ হুসেইন মুহম্মদ এরশাদ, লালমনিরহাট-২ মো. মজিবুর রহমান, লালমনিরহাট-৩ জিএম কাদের; রংপুর-১ মশিউর রহমান রাঙ্গা, রংপুর-২ মো. আসাদুজ্জামান চৌধুরী, রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ; রংপুর-৪ করিম উদ্দিন ভরসা, রংপুর-৫ এস এম ফখরুজ্জামান জাহাঙ্গীর, রংপুর-৬ নুর আলম মিয়া (যাদু); কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ মো. তাজুল ইসলাম চৌধুরী, কুড়িগ্রাম-৩ এ কে এম মাঈদুল ইসলাম, কুড়িগ্রাম-৪ অধ্যক্ষ মো. ইউনুস; গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা-২ আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-৩ ব্যারিস্টার দিলারা খন্দকার, গাইবান্ধা-৪ লুৎফর রহমান চৌধুরী, গাইবান্ধা-৫ বেগম রওশন এরশাদ।
রাজশাহী বিভাগ :জয়পুরহাট-১ আ স ম মোক্তাদির তিতাস মোস্তফা, জয়পুরহাট-২ কাজী মো. আবুল কাশেম রিপন; বগুড়া-১ মোকছেদুল আলম, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ মো. নুরুল আমিন বাচ্চু, বগুড়া-৫ তাজ মোহাম্মদ, বগুড়া-৬ মো. নুরুল ইসলাম ওমর, বগুড়া-৭ আলতাফ আলী; চাঁপাইনবাবগঞ্জ-১ মো. আলাউদ্দিন টিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ মো. আবদুর রাজ্জাক, চাঁপাইনবাবগঞ্জ-৩ অ্যাডভোকেট নজরুল ইসলাম (সোনা); নওগাঁ-১ আকবর আলী খান, নওগাঁ-২ তোফাজ্জল হোসেন, নওগাঁ-৩ হুমায়ুন কবীর চৌধুরী, নওগাঁ-৪ এনামুল হক, নওগাঁ-৫ মো. ইফতারুল ইসলাম বকুল, নওগাঁ-৬ বেলাল হোসেন জুয়েল; রাজশাহী-১ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রাজশাহী-২ এস এম জোহা সরকার, রাজশাহী-৩ শাহাবুদ্দিন বাচ্চু, রাজশাহী-৪ আবু হেনা মো. মোস্তফা কামাল হেলাল, রাজশাহী-৫ অধ্যাপক আবুল হোসেন, রাজশাহী-৬ অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন; নাটোর-১ এম এ তালহা, নাটোর-২ মজিবুর রহমান সেন্টু, নাটোর-৩ মাওলানা আনিসুর রহমান, নাটোর-৪ আবুল কাশেম সরকার; সিরাজগঞ্জ-১ মো. মোমিন-উদ-দৌলা, সিরাজগঞ্জ-২ আমিনুল ইসলাম ঝন্টু, সিরাজগঞ্জ-৩ মো. জাকির হোসেন, সিরাজগঞ্জ-৪ মির্জা ফারুক আহমেদ, সিরাজগঞ্জ-৫ প্রফেসর ডা. মো. আবু বকর সিদ্দিকী, সিরাজগঞ্জ-৬ মো. সাহান চৌধুরী; পাবনা-১ সরদার শাহ্জাহান, পাবনা-২ মকবুল হোসেন সেন্টু, পাবনা-৩ অ্যাডভোকেট আবদুস সাত্তার, পাবনা-৪ মো. হায়দার আলী, পাবনা-৫ হাজী মমতাজ উদ্দিন।
খুলনা বিভাগ : মেহেরপুর-১ আবদুল হামিদ, মেহেরপুর-২ মো. কেতাব আলী; কুষ্টিয়া-১ কোরবান আলী, কুষ্টিয়া-২ আহসান হাবীব লিংকন, কুষ্টিয়া-৩ কে এম জাহিদ, কুষ্টিয়া-৪ মিয়া মোহাম্মদ রেজাউল হক; চুয়াডাঙ্গা-১ সোহরাব হোসেন, চুয়াডাঙ্গা-২ মো. আকবর আলী মাস্টার; ঝিনাইদহ-১ মনিকা ইসলাম, ঝিনাইদহ-২ ড. হারুন অর রশিদ, ঝিনাইদহ-৩ ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন, ঝিনাইদহ-৪ মো. আমিনুল ইসলাম; যশোর-১ মো. আবদুস সবুর, যশোর-২ মো. হোসেন আলী সরদার, যশোর-৩ অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, যশোর-৪ লে. কর্নেল (অব.) এম শাবি্বর আহমেদ, যশোর-৫ শরীফুল ইসলাম, যশোর-৬ মাওলানা মো. সাখাওয়াত হোসেন; মাগুরা-১ হাসান সিরাজ সুজা, মাগুরা-২ মিসকাদুর রহমান মিসকাত; নড়াইল-১ মেজর (অব.) আশরাফুল আলম, নড়াইল-২ শরিফ মুনির হোসেন; বাগেরহাট-১ স ম গোলাম সরোয়ার, বাগেরহাট-২ মো. রুহুল আমীন হাওলাদার, বাগেরহাট-৩ তালুকদার আখতার ফারুক, বাগেরহাট-৪ সোমনাথ দে; খুলনা-১ সুনীল শুভ রায়, খুলনা-২ মো. শফিকুল ইসলাম মধু, খুলনা-৩ আবদুল গাফ্ফার বিশ্বাস, খুলনা-৪ এম হাদিউজ্জামান, খুলনা-৫ মো. জোহর আলী মোড়ল, খুলনা-৬ মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর; সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-২ এম এ জব্বার, সাতক্ষীরা-৩ স ম সালাউদ্দিন, সাতক্ষীরা-৪ আবদুস সাত্তার মোড়ল।
বরিশাল বিভাগ : বরগুনা-১ শাহজাহান মানসুর, বরগুনা-২ বিকাশ কুমার শিকদার; পটুয়াখালী-১ এবিএম রুহুল আমীন হাওলাদার, পটুয়াখালী-২ মো. দিদার হোসেন, পটুয়াখালী-৩ মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী-৪ আবদুর রাজ্জাক খান; ভোলা-১ মো. মোয়াজ্জেম হোসেন আজীম গোলদার, ভোলা-২ সিদ্দিকুর রহমান, ভোলা-৩ অ্যাডভোকেট এ কে এম নজরুল ইসলাম মিয়া, ভোলা-৪ এম এ মান্নান; বরিশাল-১ এস এম গোলাম পারভেজ, বরিশাল-২ মো. নাসির উদ্দিন নাসিম হাওলাদার, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৪ নাসির উদ্দিন সাথী, বরিশাল-৫ অ্যাডভোকেট একেএম মুরতজা আবেদীন, বরিশাল-৬ নাসরিন জাহান রত্না; ঝালকাঠি-১ অধ্যাপক মো. নাসির উদ্দিন, ঝালকাঠি-২ এমএ কুদ্দুস খান; পিরোজপুর-১ মোস্তফা জামাল হায়দার, পিরোজপুর-২ শহীদুল ইসলাম সোহেল, পিরোজপুর-৩ মুকুল আহমেদ বাদশা।
ঢাকা বিভাগ : টাঙ্গাইল-১ সার্জেন্ট (অব.) মোহাম্মদ আলী, টাঙ্গাইল-২ শামসুল হক তালুকদার, টাঙ্গাইল-৩ আবদুল হালিম, টাঙ্গাইল-৪ মো. আজিজুর রহমান তালুকদার, টাঙ্গাইল-৫ মো. আবদুস সালাম চাকলাদার, টাঙ্গাইল-৬ মো. আবদুল কুদ্দুস মিয়া, টাঙ্গাইল-৭ মো. জহিরুল ইসলাম জহির, টাঙ্গাইল-৮ কাজী আশরাফ সিদ্দিকী; জামালপুর-১ এম এ সাত্তার, জামালপুর-২ মো. জিল্লুর রহমান বিপু, জামালপুর-৩ মীর শামসুল আলম, জামালপুর-৪ ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, জামালপুর-৫ মো. জাকির হোসেন; শেরপুর-১ মো. ইলিয়াস উদ্দিন, শেরপুর-২ রোজী সিদ্দিকী তালুকদার, শেরপুর-৩ খোরশেদ আলম ফরসা; ময়মনসিংহ-১ সোহরাব উদ্দিন খান, ময়মনসিংহ-২ নূর মোহাম্মদ নুরু, ময়মনসিংহ-৩ ফখরুল ইমাম, ময়মনসিংহ-৪ বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৫ সালাউদ্দিন আহমেদ মুক্তি, ময়মনসিংহ-৬ মো. নাজমুল হক সরকার, ময়মনসিংহ-৭ এম এ হান্নান, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, ময়মনসিংহ-৯ আবদুল হেকিম ভূঁইয়া, ময়মনসিংহ-১০ কারী হাবিবুল্যাহ বেলালী, ময়মনসিংহ-১১ মো. হাফিজ উদ্দিন মাস্টার; নেত্রকোনা-১ মো. আনোয়ার হোসেন খান, নেত্রকোনা-২ ফকির আশরাফ, নেত্রকোনা-৩ জসিম উদ্দিন ভূঞা, নেত্রকোনা-৪ মো. লিয়াকত আলী খান, নেত্রকোনা-৫ ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ; কিশোরগঞ্জ-১ মো. আশরাফ উদ্দিন রেণু, কিশোরগঞ্জ-২ মো. বদরুল আমিন বাচ্চু, কিশোরগঞ্জ-৩ মজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৫ এস এম দ্বীন ইসলাম, কিশোরগঞ্জ-৬ রিয়াজুল হক খান; মানিকগঞ্জ-১ মো. আলী আকবর, মানিকগঞ্জ-২ এসএম আবদুল মান্নান, মানিকগঞ্জ-৩ এম. হাবিবুল্যাহ; মুন্সীগঞ্জ-১ শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ-২ নোমান মিয়া, মুন্সীগঞ্জ-৩ আলহাজ কলিমুল্লাহ; ঢাকা-১ সালমা ইসলাম, ঢাকা-২ শাকিল আহমেদ শাকিল, ঢাকা-৩ মিজানুর রহমান, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৫ হাজী মো. তুহিনুর রহমান নুরু, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, ঢাকা-৭ মো. হারুন-অর রশীদ, ঢাকা-৮ জহিরুল আলম রুবেল, ঢাকা-৯ দেলোয়ার হোসেন খান, ঢাকা-১০ মো. হেলাল উদ্দিন, ঢাকা-১১ মো. হারুন উর রশীদ, ঢাকা-১২ মো. দেওয়ান আলী, ঢাকা-১৩ শফিকুল ইসলাম, ঢাকা-১৮ মোস্তাকুর রহমান মোস্তাক, ঢাকা-১৫ মো. শামসুল হক, ঢাকা-১৬ মো. সুলতান আহমেদ সেলিম, ঢাকা-১৭ হুসেইন মুহম্মদ এরশাদ, ঢাকা-১৮ বাহাউদ্দিন আহমেদ বাবুল, ঢাকা-১৯ আবুল কালাম আজাদ, ঢাকা-২০ খান মোহাম্মদ ইসরাফিল খোকন; গাজীপুর-১ খন্দকার আবদুস সালাম, গাজীপুর-২ মো. মাহবুব আলম, গাজীপুর-৩ আজহারুল ইসলাম সরকার, গাজীপুর-৪ ড. এমএম আনোয়ার হোসেন, গাজীপুর-৫ আজম খান; নরসিংদী-১ মোস্তফা জামাল বেবী, নরসিংদী-২ রশিদুজ্জামান ভূঞা, নরসিংদী-৩ একেএম রেজাউল করিম, নরসিংদী-৪ মো. কামাল উদ্দিন, নরসিংদী-৫ ইঞ্জিনিয়ার এম. এ সাত্তার; নারায়ণগঞ্জ-১ মো. জয়নাল আবেদীন চৌধুরী, নারায়ণগঞ্জ-২ এম এ হান্নান মোল্যা, নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ মো. সালাউদ্দিন খোকা, নারায়ণগঞ্জ-৫ নাসিম ওসমান; রাজবাড়ী-১ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী-২ এবিএম নুরুল ইসলাম, ফরিদপুর-১ মো. কামরুজ্জামান মৃধা, ফরিদপুর-২ হাফিজুর রহমান চৌধুরী, ফরিদপুর-৩ চৌধুরী মোশাররফ হোসেন বাচ্চু, ফরিদপুর-৪ আবুল হোসেন; গোপালগঞ্জ-১ দীপা খন্দকার, গোপালগঞ্জ-২ কাজী শাহীন, গোপালগঞ্জ-৩ এ জেড অপু শেখ; মাদারীপুর-১ এম এম জাকারিয়া অপু ভাণ্ডারী, মাদারীপুর-২ মো. নুরুল আমিন শানু, মাদারীপুর-৩ আবদুল মালেক; শরীয়তপুর-১ মো. মাসুদুর রহমান, শরীয়তপুর-২ সুলতান আহমেদ সরদার, শরীয়তপুর-৩ মো. আবদুল হান্নান।
সিলেট বিভাগ :সুনামগঞ্জ-১ আশরাফ উল্যাহ সরকার, সুনামগঞ্জ-২ জামিল চৌধুরী, সুনামগঞ্জ-৩ মো. ফয়জুর রহমান চৌধুরী শাহিন, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ-৫ অ্যাডভোকেট আবদুল মজিদ মাস্টার; সিলেট-১ বাবরুল হোসেন বাবুল, সিলেট-২ মো. ইয়াহইয়া চৌধুরী, সিলেট-৩ মুহিদুর রহমান, সিলেট-৪ তাজ রহমান, সিলেট-৫ সাবি্বর আহমেদ, সিলেট-৬ সেলিম উদ্দিন; মৌলভীবাজার-১ মাহবুবুল আলম শামীম, মৌলভীবাজার-২ নবাব আব্বাস আলী খান, মৌলভীবাজার-৩ সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ, মৌলভীবাজার-৪ মহিবুল কাদের চৌধুরী পিন্টু; হবিগঞ্জ-১ মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরী (বাবু), হবিগঞ্জ-২ শংকর পাল, হবিগঞ্জ-৩ আতিকুর রহমান, হবিগঞ্জ-৪ আহাদ ইউ চৌধুরী শাহিন।
চট্টগ্রাম বিভাগ :ব্রাহ্মণবাড়িয়া-১ রেজোয়ান আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ রেজাউল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ জাহাঙ্গীর মো. আদেল, ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী মামুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া-৬ মোস্তফা আজাদ; কুমিল্লা-১ সুলতান জিসান উদ্দিন প্রধান, কুমিল্লা-২ মো. আমির হোসেন ভূঞা, কুমিল্লা-৩ মো. জামাল উদ্দিন, কুমিল্লা-৪ অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কুমিল্লা-৫ প্রফেসর সফিকুর রহমান, কুমিল্লা-৬ হুমায়ুন কবির মুন্সী, কুমিল্লা-৭ মো. লুৎফর রেজা, কুমিল্লা-৮ অধ্যাপক নুরুল ইসলাম মিলন, কুমিল্লা-৯ ড. গোলাম মোস্তফা, কুমিল্লা-১০ ডা. আলী আহমেদ মোল্লা, কুমিল্লা-১১ এইচ এন এম শফিকুর রহমান; চাঁদপুর-১ অধ্যাপক ডা. শহিদুল ইসলাম, চাঁদপুর-২ এমরান হোসেন মিয়া, চাঁদপুর-৩ এস এম এম আলম, চাঁদপুর-৪ মাইনুল ইসলাম মানু, চাঁদপুর-৫ খোরশেদ আলম খুশু; ফেনী-১ এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ফেনী-২ হাজি আলাউদ্দিন, ফেনী-৩ রিন্টু আনোয়ার; নোয়াখালী-১ এ বি এম হারুন-অর-রশীদ, নোয়াখালী-২ ড. ক্যাপ্টেন (অব.) এম. রেজাউল করিম চৌধুরী, নোয়াখালী-৩ মোবারক হোসেন আজাদ, নোয়াখালী-৪ মোবারক হোসেন আজাদ, নোয়াখালী-৫ অধ্যাপক আ ন ম শাহজাহান, নোয়াখালী-৬ আনোয়ারুল আজিম; লক্ষ্মীপুর-১ মাহামুদুর রহমান মাহমুদ, লক্ষ্মীপুর-২ মোহাম্মদ নোমান, লক্ষ্মীপুর-৩ মনিরুজ্জামান চৌধুরী, লক্ষ্মীপুর-৪ মো. বেলাল হোসেন; চট্টগ্রাম-১ শায়েস্তা খান চৌধুরী, চট্টগ্রাম-২ আলহাজ মো. ফরিদ আহাম্মদ, চট্টগ্রাম-৩ এম এ সালাম, চট্টগ্রাম-৪ শফিকুল ইসলাম বাচ্চু, চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৬ জিয়া উদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম-৭ মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম-৮ মো. এয়াকুব হোসেন, চট্টগ্রাম-৯ জিয়া উদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম-১০ মো. ওসমান খান, চট্টগ্রাম-১১ মোর্শেদ মুরাদ ইব্রাহীম, চট্টগ্রাম-১২ সিরাজুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ তপন চক্রবর্তী, চট্টগ্রাম-১৪ মো. হানিফ চৌধুরী, চট্টগ্রাম-১৫ অ্যাডভোকেট লিটন, চট্টগ্রাম-১৬ মাহমুদুল ইসলাম চৌধুরী; কক্সবাজার-১ হাজি মো. ইলিয়াস, কক্সবাজার-২ কবির আহমেদ সওদাগর, কক্সবাজার-৩ মফিজুর রহমান, কক্সবাজার-৪ মো. ইয়াহিয়া; পার্বত্য খাগড়াছড়ি_ সোলায়মান আলম শেঠ, রাঙামাটি_ ডা. রূপন দেওয়ান, বান্দরবান_ কৈ শৈ উং।

Friday, 29 November 2013

আওয়ামী লীগ অফিস থেকে সর্বরাহ করা ২৯৭ আসনের প্রার্থীর চুড়ান্ত তালিকা


আওয়ামী লীগ অফিস থেকে সর্বরাহ করা ২৯৭ আসনের প্রার্থীর চুড়ান্ত তালিকা

 রংপুর বিভাগ   
পঞ্চগড়-১     মো. মজাহারুল হক প্রধান
পঞ্চগড়-২    এড. মো. নুরুল ইসলাম সুজন
ঠাকুরগাঁও-১    রমেশ চন্দ্র সেন
ঠাকুরগাঁও-২    আলহাজ্ব মো. দবিরুল ইসলাম
ঠাকুরগাঁও-৩    ইমদাদুল হক
দিনাজপুর-১    মনোরঞ্জনশীল গোপাল
দিনাজপুর-২    খালিদ মাহমুদ চৌধুরী
দিনাজপুর-৩    ইকবালুর রহিম
দিনাজপুর-৪    আবুল হাসান মাহমুদ আলী
দিনাজপুর-৫    এড. মোস্তাফিজুর রহমান
দিনাজপুর-৬    মো. শিবলী সাদিক
নীলফামারী-১    মো. আলতাফ উদ্দিন সরকার
নীলফামারী-২    আসাদুজ্জামান নূর
নীলফামারী-৩    অধ্যাপক গোলাম মোস্তফা
নীলফামারী-৪      কর্নেল (অব.) এবনে আইন মারুফ সাকলান
লালমনিরহাট-১    মো. মোতাহার হোসেন
লালমনিরহাট-২    নুরুজ্জামান আহমেদ
লালমনিরহাট-৩    আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল
রংপুর-১    মো. রুহুল আমিন
রংপুর-২    আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (ডিউক চৌধুরী)
রংপুর-৩    চৌধুরী খালেকুজ্জামান
রংপুর-৪    টিপু মুনশি
রংপুর-৫    এইচ এন আশিকুর রহমান
রংপুর-৬    শেখ হাসিনা
কুড়িগ্রাম-১    মো. আছলাম হোসেন সওদাগর
কুড়িগ্রাম-২    মো. জাফর আলী
কুড়িগ্রাম-৩    মতি শিউলী
কুড়িগ্রাম-৪    মো. জাকির হোসেন
গাইবান্ধা-১    মো. মঞ্জুরুল ইসলাম (লিটন)
গাইবান্ধা-২    মাহবুব আরা বেগম গিনি
গাইবান্ধা-৩    ডা. মো. ইউনুস আলী সরকার
গাইবান্ধা-৪    মো. মনোয়ার হোসেন চৌধুরী
গাইবান্ধা-৫    মো. ফজলে রাব্বী মিয়া
রাজশাহী বিভাগ
জয়পুরহাট-১    সামসুল আলম দুদু
জয়পুরহাট-২    আবু সাঈদ আল মাহমুদ স্বপন
বগুড়া-১    আব্দুল মান্নান
বগুড়া-২    মো. আকরাম হোসেন
বগুড়া-৩    মো. আনসার আলী মৃধা
বগুড়া-৪    মো. মমতাজ উদ্দিন
বগুড়া-৫    মো. হাবিবুর রহমান
বগুড়া-৬    রাগেবুল আহসান রিপু
বগুড়া-৭    ডা. মো. মোস্তফা আলম
চাঁপাইনবাবগঞ্জ-১    মো. গোলাম রব্বানী
চাঁপাইনবাবগঞ্জ-২    মো. গোলাম মোস্তফা বিশ্বাস
চাঁপাইনবাবগঞ্জ-৩    মো. আব্দুল ওদুদ
নওগাঁ-১    সাধন চন্দ্র মজুমদার
নওগাঁ-২    মো. শহীদুজ্জামান সরকার
নওগাঁ-৩    মো. আকরাম হোসেন চৌধুরী
নওগাঁ-৪    মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং
নওগাঁ-৫    মো. আব্দুল মালেক
নওগাঁ-৬    ইস্রাফিল আলম
রাজশাহী-১    ওমর ফারুক চৌধুরী
রাজশাহী-২    মো. বজলুর রহমান
রাজশাহী-৩    মো. আয়েন উদ্দিন
রাজশাহী-৪    এনামুল হক
রাজশাহী-৫    মো. আব্দুল ওয়াদুদ দারা
রাজশাহী-৬    শাহরিয়ার আলম
নাটোর-১    মো. আবুল কালাম
নাটোর-২    মো. শফিকুল ইসলাম শিমুল
নাটোর-৩    জুনাইদ আহ্মেদ পলক
নাটোর-৪    মো. আব্দুল কুদ্দুস
সিরাজগঞ্জ-১    মোহাম্মদ নাসিম
সিরাজগঞ্জ-২    মো. হাবিবে মিলাত
সিরাজগঞ্জ-৩    মো. ইসহাক হোসেন তালুকদার
সিরাজগঞ্জ-৪    তানভীর ইমাম
সিরাজগঞ্জ-৫    আব্দুল মজিদ মন্ডল
সিরাজগঞ্জ-৬    মো. হাসিবুর রহমান খান স্বপন
পাবনা-১    মো. শামসুল হক টুকু
পাবনা-২    খন্দকার আজিজুল হক আরজু
পাবনা-৩    মো. মকবুল হোসেন
পাবনা-৪    শামসুর রহমান শরীফ
পাবনা-৫    গোলাম ফারুক খন্দকার প্রিন্স
খুলনা বিভাগ
মেহেরপুর-১    ফরহাদ হোসেন দোদুল
মেহেরপুর-২    আব্দুল খালেক
কুষ্টিয়া-১    আফাজ উদ্দিন আহমেদ
কুষ্টিয়া-২   
কুষ্টিয়া-৩        মাহবুব উল আলম হানিফ/ ডা. এ এফ এম আমিনুল হক (রতন)
কুষ্টিয়া-৪    আব্দুর রউফ
চুয়াডাঙ্গা-১    সোলায়মান হক জোয়ারদার (ছেলুন)
চুয়াডাঙ্গা-২    আলী আসগার টগর
ঝিনাইদহ-১    মো. আ. হাই
ঝিনাইদহ-২    শফিকুল ইসলাম অপু
ঝিনাইদহ-৩    মো. নবী নেওয়াজ/সাজ্জাতুয্ জুম্মা
ঝিনাইদহ-৪    মো. আনোয়ারুল আজীম আনার
যশোর-১    শেখ আফিল উদ্দিন
যশোর-২    মো. মনিরুল ইসলাম মনির এড.
যশোর-৩    কাজী নাবিল আহমেদ
যশোর-৪    রণজিৎ কুমার রায়
যশোর-৫    খান টিপু সুলতান
যশোর-৬    ইসমত আরা সাদেক
মাগুরা-১    মো. সিরাজুল আকবর
মাগুরা-২    শ্রী বীরেন শিকদার
নড়াইল-১    মো. কবিরুল হক মুক্তি
নড়াইল-২    এস এম আসিফুর রহমান
বাগেরহাট-১    শেখ হেলাল উদ্দিন
বাগেরহাট-২    মীর শওকত আলী বাদশাহ
বাগেরহাট-৩    তালুকদার আব্দুল খালেক
বাগেরহাট-৪    মো. মোজাম্মেল হোসেন
খুলনা-১    পঞ্চানন বিশ্বাস
খুলনা-২    মো. মিজানুর রহমান
খুলনা-৩    বেগম মন্নুজান সুফিয়ান
খুলনা-৪    এস এম মোস্তফা রশিদী সুজা
খুলনা-৫    নারায়ণ চন্দ্র চন্দ
খুলনা-৬    এড. শেখ মো. নুরুল হক
সাতীরা-১    শেখ নুরুল ইসলাম
সাতীরা-২    মীর মোস্তাক আহমেদ রবি
সাতীরা-৩    ডা. আ ফ ম রুহুল হক
সাতীরা-৪    এস এম জগলুল হায়দার
বরিশাল বিভাগ
বরগুনা-১    ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু
বরগুনা-২    শওকত হাচানুর রহমান রিমন
পটুয়াখালী-১    এড. শাহজাহান মিয়া
পটুয়াখালী-২    আ স ম ফিরোজ
পটুয়াখালী-৩    আ খ ম জাহাঙ্গীর হোসাইন
পটুয়াখালী-৪    আলহাজ্ব মো. মাহবুবুর রহমান
ভোলা-১    তোফায়েল আহমেদ
ভোলা-২    আলী আজম মুকুল
ভোলা-৩    নুরুন্নবী চৌধুরী
ভোলা-৪    আব্দুলাহ আল ইসলাম জ্যাকব
বরিশাল-১    আবুল হাসনাত আব্দুলাহ
বরিশাল-২    এড. তালুকদার মো. ইউনুস/ মো. শাহে আলম
বরিশাল-৩    সিরাজ উদ্দিন আহমেদ
বরিশাল-৪    পংকজ নাথ
বরিশাল-৫    আলহাজ্ব মো. শওকত হোসেন হিরন
বরিশাল-৬    মে. জে (অব.) হাফিজ মলিক
ঝালকাঠি-১    বজলুল হক হারুন
ঝালকাঠি-২    আলহাজ্ব আমির হোসেন আমু
পিরোজপুর-১    একেএমএ আওয়াল (সায়েদুর রহমান)
পিরোজপুর-২    ইসহাক আলী খান পান্না
পিরোজপুর-৩    ডা. মো. আনোয়ার হোসেন
ঢাকা বিভাগ
টাঙ্গাইল-১    ড. মো. আব্দুর রাজ্জাক
টাঙ্গাইল-২    খন্দকার আসাদুজ্জামান/ ড. নূরুন্নবী
টাঙ্গাইল-৩    আলহাজ্ব আমানুর রহমান খান (রানা)
টাঙ্গাইল-৪    আব্দুল লতিফ সিদ্দিকী
টাঙ্গাইল-৫    মো. সানোয়ার হোসেন
টাঙ্গাইল-৬    খন্দকার  আব্দুল বাতেন
টাঙ্গাইল-৭    মো. একাব্বর হোসেন
টাঙ্গাইল-৮    শওকত মোমেন শাহজাহান
জামালপুর-১    আবুল কালাম আজাদ
জামালপুর-২    মো. ফরিদুল হক খান
জামালপুর-৩    মির্জা আজম
জামালপুর-৪    মওলানা মো. নুরুল ইসলাম
জামালপুর-৫    মো. রেজাউল করিম হীরা
শেরপুর-১    আতিউর রহমান আতিক
শেরপুর-২    মতিয়া চৌধুরী
শেরপুর-৩    একেএম ফজলুল হক
ময়মনসিংহ-১    প্রমোদ মানকিন
ময়মনসিংহ-২    শরীফ আহমেদ
ময়মনসিংহ-৩    মুজিবুর রহমান ফকির
ময়মনসিংহ-৪    অধ্য মো. মতিয়ুর রহমান
ময়মনসিংহ-৫    কে এম খালিদ বাবু
ময়মনসিংহ-৬    মো. মোসলেম উদ্দিন
ময়মনসিংহ-৭    রেজা আলী
ময়মনসিংহ-৮    মো. আব্দুস সাত্তার
ময়মনসিংহ-৯    মে. জে. (অব.) আব্দুস সালাম
ময়মনসিংহ-১০    ফাহ্মী গোলন্দাজ বাবেল
ময়মনসিংহ-১১    অধ্যাপক ডা. আমান উলাহ
নেত্রকোনা-১    ছবি বিশ্বাস
নেত্রকোনা-২    আরিফ খান জয়
নেত্রকোনা-৩    ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু
নেত্রকোনা-৪    রেবেকা মোমিন
নেত্রকোনা-৫    ওয়ারেসাত হোসেন বেলাল
কিশোরগঞ্জ-১    সৈয়দ আশরাফুল ইসলাম
কিশোরগঞ্জ-২    মো. সোহরাব উদ্দিন
কিশোরগঞ্জ-৩    মো. নাসিরুল ইসলাম
কিশোরগঞ্জ-৪    রেজওয়ান আহাম্মদ তৌফিক
কিশোরগঞ্জ-৫    মো. আফজাল হোসেন
কিশোরগঞ্জ-৬    নাজমুল হাসান
মানিকগঞ্জ-১    এ এম নাঈমুর রহমান
মানিকগঞ্জ-২    মমতাজ বেগম
মানিকগঞ্জ-৩    জাহিদ মালিক স্বপন
মুন্সিগঞ্জ-১    সুকুমার রঞ্জন ঘোষ
মুন্সিগঞ্জ-২    সাগুফতা ইয়াসমিন এমিলি
মুন্সিগঞ্জ-৩    অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস
ঢাকা-১    আব্দুল মান্নান খান
ঢাকা-২    এড. মো. কামরুল ইসলাম
ঢাকা-৩    নসরুল হামিদ
ঢাকা-৪    এড. সানজিদা খানম
ঢাকা-৫    আলহাজ্ব হাবিবুর রহমান মোলা
ঢাকা-৬    মিজানুর রহমান খান
ঢাকা-৭    ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন
ঢাকা-৯     সাবের হোসেন চৌধুরী
ঢাকা-১০    শেখ ফজলে নূর তাপস
ঢাকা-১১    একেএম রহমতউলাহ
ঢাকা-১২    আসাদুজ্জামান খান কামাল
ঢাকা-১৩    জাহাঙ্গীর কবির নানক
ঢাকা-১৪    মো. আসলামুল হক
ঢাকা-১৫    কামাল আহমেদ মজুমদার
ঢাকা-১৬    ইলিয়াস মোলা   
ঢাকা-১৮    এড. সাহারা খাতুন
ঢাকা-১৯    ডা. মো. এনামুর রহমান
ঢাকা-২০    বেনজির আহমেদ
গাজীপুর-১    আ ক ম মোজাম্মেল হক
গাজীপুর-২    মো. জাহিদ আহসান রাসেল
গাজীপুর-৩    আলহাজ্ব এড. মো. রহমত আলী
গাজীপুর-৪    সিমিন হোসেন রিমি
গাজীপুর-৫    মেহের আফরোজ
নরসিংদী-১    লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম
নরসিংদী-২    আনোয়ারুল আশরাফ খান
নরসিংদী-৩    জহিরুল হক ভুঞা মোহন
নরসিংদী-৪    নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন
নরসিংদী-৫    রাজিউদ্দিন আহমেদ রাজু
নারায়ণগঞ্জ-১    গোলাম দস্তগীর গাজী
নারায়ণগঞ্জ-২    মো. নজরুল ইসলাম বাবু
নারায়ণগঞ্জ-৩    মো. মোশাররফ হোসেন
নারায়ণগঞ্জ-৪    শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৫    শুকুর মাহমুদ
রাজবাড়ী-১    কাজী কেরামত আলী
রাজবাড়ী-২    মো. জিলুল হাকিম
ফরিদপুর-১    মো. আব্দুর রহমান
ফরিদপুর -২    সৈয়দা সাজেদা চৌধুরী
ফরিদপুর-৩    খন্দকার মোশাররফ হোসেন
ফরিদপুর-৪    কাজী জাফর উলাহ
গোপালগঞ্জ-১    মুহাম্মদ ফারুক খান
গোপালগঞ্জ-২    শেখ ফজলুল করিম সেলিম
গোপালগঞ্জ-৩    শেখ হাসিনা
মাদারীপুর-১    নূর-ই-আলম চৌধুরী
মাদারীপুর-২    শাজাহান খান
মাদারীপুর-৩    আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম
শরীয়তপুর-১    বি. এম মোজাম্মেল হক
শরীয়তপুর-২    কর্নেল (অব.) শওকত আলী
শরীয়তপুর-৩    নাহিম রাজ্জাক
সিলেট বিভাগ   
সুনামগঞ্জ-১    মোয়াজ্জেম হোসেন
সুনামগঞ্জ-২    সুরঞ্জিত সেনগুপ্ত
সুনামগঞ্জ-৩    এম এ মান্নান
সুনামগঞ্জ-৪    ব্যারিস্টার মো. এনামুল কবীর ইমন
সুনামগঞ্জ-৫    মহিবুর রহমান মানিক
সিলেট-১    আবুল মাল আবদুল মুহিত
সিলেট-২    শফিকুর রহমান চৌধুরী
সিলেট-৩    মাহমুদ-উস-সামাদ চৌধুরী
সিলেট-৪    ইমরান আহমেদ
সিলেট-৫    মাসুক উদ্দিন আহমদ
সিলেট-৬    নূরুল ইসলাম নাহিদ
মৌলভীবাজার-১    মো. শাহাবুদ্দিন আহমেদ
মৌলভীবাজার-২    সৈয়দ ফজলুল করিম বিপিএম
মৌলভীবাজার-৩     সৈয়দ মহসিন আলী
মৌলভীবাজার-৪    উপাধ্য মো. আব্দুস শহীদ
হবিগঞ্জ-১    গাজী মো. শাহনেওয়াজ
হবিগঞ্জ-২    এড. মো. আব্দুল মজিদ খান
হবিগঞ্জ-৩    মো. আবু জাহির এড.
হবিগঞ্জ-৪    মো. মাহবুব আলী
চট্টগ্রাম বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া-১    মোহাম্মদ ছায়েদুল হক
ব্রাহ্মণবাড়িয়া -২    উম্মে ফাতেমা নাজমা বেগম
ব্রাহ্মণবাড়িয়া-৩    র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া-৪    আনিসুল হক
ব্রাহ্মণবাড়িয়া-৫    ফয়জুর রহমান বাদল
ব্রাহ্মণবাড়িয়া-৬    এ বি তাজুল ইসলাম
কুমিলা-১    মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া
কুমিলা-২    মো. আব্দুল মজিদ
কুমিলা-৩    জাহাঙ্গীর আলম
কুমিলা-৪    এবিএম গোলাম মোস্তফা
কুমিলা-৫    আ. মতি খসরু
কুমিলা-৬    আ ক ম বাহাউদ্দিন বাহার
কুমিলা-৭    অধ্যাপক মো. আলী আশরাফ
কুমিলা-৮    নাছিমুল আলম চৌধুরী
কুমিলা-৯    মো. তাজুল ইসলাম
কুমিলা-১০    আ হ ম মোস্তফা কামাল
কুমিলা-১১    মো. মুজিবুল হক
চাঁদপুর-১    ড. মহীউদ্দীন খান আলমগীর
চাঁদপুর-২    মোফাজ্জল হোসেন চৌধুরী
চাঁদপুর-৩    ডা. দীপু মণি
চাঁদপুর-৪    ড. মো. শামসুল হক ভুইয়া
চাঁদপুর-৫    মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম
ফেনী-১    খায়রুল বসর মজুমদার
ফেনী-২    নিজাম উদ্দিন হাজারী
ফেনী-৩    মো. আবুল বাশার
নোয়াখালী-১    এ এম ইব্রাহীম
নোয়াখালী-২    মোর্শেদ আলম
নোয়াখালী-৩    মামুনুর রশিদ কিরন
নোয়াখালী-৪    মো. ইকরামুল করিম চৌধুরী
নোয়াখালী-৫    ওবায়দুল কাদের
নোয়াখালী-৬    আয়েশা ফেরদাউস
লক্ষ্মীপুর-১    মো. শাহজাহান
লক্ষ্মীপুর-২    প্রফেসর ডা. এহসানুল কবীর জগলুল
লক্ষ্মীপুর-৩    এ কে শাহজাহান কামাল
লক্ষ্মীপুর-৪    মো. আব্দুলাহ
চট্টগ্রাম-১    ইঞ্জি. মোশাররফ হোসেন
চট্টগ্রাম-২    খাদিজাতুল আনোয়ার
চট্টগ্রাম-৩    মাহফুজুর রহমান মিতা
চট্টগ্রাম-৪    দিদারুল আলম
চট্টগ্রাম-৫    ইউনুস গণি চৌধুরী
চট্টগ্রাম-৬    এবিএম ফজলে করিম চৌধুরী
চট্টগ্রাম-৭    ড. হাছান মাহমুদ
চট্টগ্রাম-৮    আব্দুচ ছালাম
চট্টগ্রাম-৯    নুরুল ইসলাম বিএসসি
চট্টগ্রাম-১০    মো. আফসারুল আমীন
চট্টগ্রাম-১১    এম আব্দুল লতিফ
চট্টগ্রাম-১২    সামছুল হক চৌধুরী
চট্টগ্রাম-১৩    সাইফুজ্জামান চৌধুরী জাভেদ
চট্টগ্রাম-১৪    মো. নজরুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-১৫    প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী
চট্টগ্রাম-১৬    মোস্তাফিজুর রহমান চৌধুরী
কক্সবাজার-১    জাফর আলম
কক্সবাজার-২    আশেক উলাহ রফিক
কক্সবাজার-৩    কানিজ ফাতেমা আহমেদ
কক্সবাজার-৪    আব্দুর রহমান বদি
খাগড়াছড়ি (খাগড়াছড়ি পার্বত্য জেলা)    কুজেন্দ্র লাল ত্রিপুরা
রাঙ্গামাটি (রাঙ্গামাটি পার্বত্য জেলা)    দীপঙ্কর তালুকদার
বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা)    বীর বাহাদুর উ শৈ সিং



আ.লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। চূড়ান্ত মনোনয়ন পাওয়াদের মধ্যে রয়েছেন—

রংপুর বিভাগ

পঞ্চগড়-১ মাজহারুল হক প্রধান, পঞ্চগড়-২ নূরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ ইমদাদুল হক, দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ এ এইচ মাহমুদ আলী, দিনাজপুর-৫ মুস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ শিবলী সাদিক, নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, নীলফামরী-৩ গোলাম মোস্তাফা, নীলফামারী-৪ মারুফ সাকলাইন, লালমনিরহাট-১ মোতাহার হোসেন, লালমনিরহাট-২ নুরুজ্জামান, লালমনিরহাট-৩ আবু সালেহ মোহাম্মদ, রংপুর-১ রুহুল আমিন, রংপুর-২ আবুল কালাম, রংপুর-৩ খালেকুজ্জামান, রংপুর-৪ টিপু মুন্সি, রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান ও রংপুর-৬ শেখ হাসিনা।

রাজশাহী বিভাগ

নাটোর-১ আবুল কালাম, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৩ গাজী ইসহাক হোসেন তালুকদার, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আবদুল মজিদ মন্ডল, সিরাজগঞ্জ-৬ হাসিবুর রহমান, পাবনা-১ শামসুল হক টুকু, পাবনা-২ আজিজুর রহমান, পাবনা-৩ মকবুল হোসেন, পাবনা-৪ শামসুর রহমান শরিফ, পাবনা-৫ গোলাম দুলু খন্দকার প্রিন্স,

খুলনা বিভাগ
মেহেরপুর-১ ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আব্দুল খালেক, কুষ্টিয়া-১ আফাজ উদ্দিন, কুষ্টিয়া-৩ মাহাবুবুল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আব্দুর রউফ, চুয়াডাংগা-১ সোলায়মান হক জোয়ার্দার, চুয়াডাঙ্গা-২ মো. আলী আজগার টগর, ঝিনাইদহ-১ মো. আব্দুল হাই, ঝিনাইদহ-২      মো. সফিকুল ইসলাম অপু, ঝিনাইদহ-৩ শফিকুল আজম খান চনচল, ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজিম আনা, যশোর-১ শেখ আফিল উদ্দিন, যশোর-২ মনিরুল ইসলাম, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪   রণজিত কুমার রায়, যশোর-৫ খান টিপু সুলতান, যশোর-৬ ইসমত আরা সাদেক, মাগুরা-১     মোহাম্মদ সিরাজুল আকবর, মাগুরা-২ বীরেন শিকদার, নড়াইল-১ কবিরুল হক মুক্তি, নড়াইল-২ এসএম আশিকুর রহমান, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ শওকত আলী বাদশা, বাগেরহাট-৩ তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ মোজাম্মেল হক, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-২ মিজানুর রহমান মিজান, খুলনা-৩ বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৪ মোস্তফা রশীদি সুজা, খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৬ শেখ মো. নুরুল হক, সাতক্ষীরা-১ এ বি এম নজরুল ইসলাম, সাতক্ষীরা-২ মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৩ আফম রুহুল হক, সাতক্ষীরা-৪ জগলুল হায়দার।

বরিশাল বিভাগ
বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ সম্ভু, বরগুনা-২ শওকত হাসানুর রহমান রিমন, পটুয়াখালী-১ এ্যাডভোকেট শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, পটুয়াখালী-৪ মো. মাহবুবুর রহমান, ভোলা-১  তোফায়েল আহমেদ, ভোলা-২ আলী আজম মুকুল, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-২ তালুকদার মো. ইউনুস, বরিশাল-৩ সিরাজ উদ্দীন আহমদ, বরিশাল-৪ পঙ্কজ দেবনাথ, বরিশাল-৫ শওকত হোসেন হিরন, বরিশাল-৬ হাফিজ মল্লিক, ঝালকাঠি-১ বজলুল হক হারুন, ঝালকাঠি-২ আমির হোসেন আমু, পিরোজপুর-১ একে এম আওয়াল, পিরোজপুর-২ ইসহাক আলী খান পান্না, পিরোজপুর-৩ আনোয়ার হোসেন।

ঢাকা বিভাগ
টাঙ্গাইল-১ মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ খন্দকার আসাদুজ্জামান, টাংগাইল-৩ আমানুর রহমান রানা, টাংগাইল-৪ আবদুল লতিফ সিদ্দিকী, টাংগাইল-৫ সানোয়ার হোসেন, টাংগাইল-৬ খন্দকার আবদুল বাতেন, টাংগাইল-৭ মোঃ একাব্বর হোসেন, টাংগাইল-৮ শওকত মোমেন শাহজাহান, জামালপুর-১ আবুল কালাম আজাদ, জামালপুর-২ ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ মির্জা আজম, জামালপুর-৪ মোঃ নুরুল ইসলাম, জামালপুর-৫ রেজাউল করিম হীরা, শেরপুর-১ আতিউর রহমান আতিক, শেরপুর-২ মতিয়া চৌধুরী, শেরপুর-৩ এ একে এম ফজলুল হক, ময়মনসিংহ-১ প্রমোদ মানকিন, ময়মনসিংহ-২ শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩ মজিবুর রহমান ফকির, ময়মনসিংহ-৪ অধ্যক্ষ মতিউর রহমান, ময়মনসিংহ-৫ কে এম খালিদ বাবু, ময়মনসিংহ-৬ মো. মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ রেজা আলী, ময়মনসিংহ-৮  আব্দুস সাত্তার, ময়মনসিংহ-৯ আবদুস সালাম, ময়মনসিংহ-১০ ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ আমানুল্লাহ, নেত্রকোনা-১ ছবি বিশ্বাস, নেত্রকোনা-২ আরিফ খান জয়, নেত্রকোনা-৩ ইফতেখারুল তালুকদার পিন্টু, নেত্রকোনা-৪ রেবেকা মমিন, নেত্রকোনা-৫ ওয়ারেসাত হোসেন বেলাল, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-২ এড. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৩ নাসিরুল ইসলাম, কিশোরগঞ্জ-৪ রেজোয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন, মানিকগঞ্জ-১ নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক, মুন্সিগঞ্জ-১ সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সিগঞ্জ-২, সাগুফতা এমিলি, মুন্সিগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস, ঢাকা-১ আব্দুল মান্নান খান, ঢাকা-২ মোঃ কামরুল ইসলাম, ঢাকা-৩ নসরুল হামিদ, ঢাকা-৪, সানজিদা খানম, ঢাকা-৫ হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-৬ মিজানুর রহমান খান, ঢাকা-৭ মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ শেখ ফজলে নুর তাপস, ঢাকা-১১ এ. কে. এম রহমতুল্লাহ, ঢাকা-১২ আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মোঃ আসলামুল হক, ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১৮ বেগম সাহারা খাতুন, ঢাকা-১৯ ডা. এনামুর রহমান, ঢাকা-২০ বেনজীর আহমদ, গাজীপুর-১ আ, ক, ম মোজাম্মেল হক, গাজীপুর-২ মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৩ একে এম রহমত আলী, গাজীপুর-৪ বেগম সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান, নরসিংদী-৩ জহুরুল হক মোহন, নরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদী-৫ রাজি উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ মোঃ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ মোসারফ হোসেন, নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ শুক্কুর মাহমুদ, রাজবাড়ী-১ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ মো. জিললুল হাকিম, ফরিদপুর-১  আব্দুর রহমান, ফরিদপুর-২ সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ,  গোপালগঞ্জ-১ মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, মাদারীপুর-১ নূরে আলম চৌধুরী, মাদারীপুর-২ শাজাহান খান, মাদারীপুর-৩ আফম বাহাউদ্দিন নাসিম, শরীয়তপুর-১ বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-২ শওকত আলী, শরীয়তপুর-৩  নাহিম রাজ্জাক।

সিলেট বিভাগ
সুনামগঞ্জ-১ মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ-২ সুরঞ্জিত সেন গুপ্ত, সুনামগঞ্জ-৩ এম এ মান্নান, সুনামগঞ্জ-৪  এনামুল কবির ইমন, সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক, সিলেট-১ আবুল মাল আব্দুল মুহিত, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ ইমরান আহমদ, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ, সিলেট-৬ জনাব নুরুল ইসলাম নাহিদ, মৌলভীবাজার-১ মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ সৈয়দ বজলুল করিম, মৌলভীবাজার-৩ সৈয়দ মহসিন আলী, মৌলভীবাজার-৪ মোঃ আব্দুস শহীদ, হবিগঞ্জ-১ গাজী মো. শাহনেওয়াজ, হবিগঞ্জ-২ জনাব মো. আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ আবু জহির, হবিগঞ্জ-৪ মাহবুব আলী।

চট্টগ্রাম বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া-১ মোহাম্মদ ছায়েদুল হক, ব্রাহ্মণবাড়িয়া-২ উম্মে নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়া-৩ র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫  সাইদুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৬ এ বি তাজুল ইসলাম, কুমিল্লা-১ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-২ আব্দুল মজিদ, কুমিল্লা-৩ জাহাঙ্গির আলম, কুমিল্লা-৪ এ, বি, এম, গোলাম মোস্তফা, কুমিল্লা-৫ আব্দুল মতিন খসরু, কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ মো. আলী আশরাফ, কুমিল্লা-৮ নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা-৯ মো. তাজুল ইসলাম, কুমিল্লা-১০ আহম মোস্তাফা কামাল, কুমিল্লা-১১ মো. মুজিবুল হক, চাঁদপুর-১ মহিউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-৩ দীপু মনি, চাঁদপুর-৪ শামসুল হক ভুইয়া, চাঁদপুর-৫ রফিকুল ইসলাম, ফেনী-১ খায়রুল বশর মজুমদার, ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ মো: আবুল বাশার, নোয়াখালী-১ কে এম ইব্রাহীম, নোয়াখালী-২ মোরশেদ আলম, নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরন, নোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের, নোয়াখালী-৬ আয়েশা ফেরদৌস, লক্ষীপুর-১ মো. শাহজাহান, লক্ষীপুর-২ এহসানুল কবির জগলু, লক্ষীপুর-৩ শাহজাহান কামাল, লক্ষীপুর-৪ মো. আব্দুল্লাহ, চট্টগ্রাম-১ মোশাররফ হোসেন, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৩ এ বি এ মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ দিদারুল আলম, চট্টগ্রাম-৫ ইউনুস করিম চৌধুরী, চট্টগ্রাম-৬ মোহাম্মদ হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ নুরুল ইসলাম বি.এসসি, চট্টগ্রাম-৯ মো. আফছারুল আমীন, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১২ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কক্সবাজার-১ সালাহ উদ্দিন আহমদ জাফর আলম, কক্সবাজার-২ আনছারুল করিম আশেকুল্লাহ রফিক, কক্সাবাজার-৩ কানিজ ফাতেমা, কক্সাবাজার-৪ আব্দুর রহমান বদি, পার্বত্য খাগড়াছড়ি যতীন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি দীপঙ্কর তালুকদার, বান্দরবান বীর বাহাদুর।

AD BANNAR